1/6Maruti Suzuki ২০২৩ সালের মার্চে তার বেশ কিছু গাড়িতে দুর্দান্ত ছাড় দিচ্ছে। গত বছর থেকেই ক্রেতা টানতে এমন নানা অফার দিচ্ছে সংস্থা। এন্ট্রি লেভেল Alto K10-এর মতো গাড়িতেও রয়েছে অফার। ছবি- হিন্দুস্তান টাইমস অটো (PTI)
2/6এমনিতেই মারুতির এই নতুন অল্টো বাজারে আসার সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন ডিজাইনের এই K10 মডেলটি ভারতের অন্যতম সেরা বিক্রি হওয়া গাড়ি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
3/6পুরনো একঘেয়ে অল্টোর লুক কাটিয়ে K10-এ অনেক বেশি ফ্রেশ লুক আনা হয়েছে। যার কারণে শৌখিন ব্যক্তি, বা নতুন প্রজন্মকেও টানতে সফল হয়েছে মারুতি। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/6অল্টো কে-টেন-এ ছাড়: Alto K10-এ মারুতি ৩০,০০০ টাকার কনজিউমার অফার এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। এছাড়াও ৪০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে। সব মিলিয়ে এই এন্ট্কি লেভেল গাড়িতে প্রায় ৪৯,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। ছবি-পিটিআই (PTI)
5/6Alto K10 ম্যানুয়াল ভেরিয়েন্টে ২৪.৩৯ kmpl এবং অটোম্যাটিক ভেরিয়েন্টে ২৪.৯০ kmpl মাইলেজ পাবেন। এমনটাই দাবি মারুতি সুজুকির। ছবি-পিটিআই (PTI)
6/6ফলে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে অল্টো কেটেন-এর কথা মাথায় রাখতেই পারেন। এই সেগমেন্ট অন্য অপশনগুলি হল হুন্ডাই i10, রেনল্ট কুইড এবং Datsun গো। ফাইল ছবি : হুন্ডাই (PTI)