ব্রেজার এই চাহিদা কারণে দেশের কিছু স্থানে ডেলিভারি... more
ব্রেজার এই চাহিদা কারণে দেশের কিছু স্থানে ডেলিভারি পেতে বিলম্ব হচ্ছে। এপ্রিলে এই গাড়ির জন্য প্রায় ১৫০ দিনের ওয়েটিং পিরিয়ড ছিল। এখন অনেক স্থানে প্রায় ১০ মাস, অর্থাত্ ৩০০ দিন পর্যন্ত ওয়েটিং দেওয়া হচ্ছে ক্রেতাদের একাংশকে। তবে এত লম্বা ওয়েটিং লিস্ট হলেও ব্রেজার ক্রেতার কিন্তু কোনও কমতি নেই।
1/5সেগমেন্টের এক নম্বর SUV-র স্থান দখল করে নিয়েছে Maruti Suzuki Brezza। বছরের পর বছর ধরে এই স্থান ধরে রেখেছিল টাটা নেক্সন। তবে এবার তাকেও টপকে গেল ব্রেজা। গত ৩ মাস ধরে, Brezza-র বিক্রি নেক্সনের বিক্রিকেও ছাপিয়ে গিয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (Maruti Suzuki)
2/5তবে ব্রেজার এই চাহিদা কারণে দেশের কিছু স্থানে ডেলিভারি পেতে বিলম্ব হচ্ছে। এপ্রিলে এই গাড়ির জন্য প্রায় ১৫০ দিনের ওয়েটিং পিরিয়ড ছিল। এখন অনেক স্থানে প্রায় ১০ মাস, অর্থাত্ ৩০০ দিন পর্যন্ত ওয়েটিং দেওয়া হচ্ছে ক্রেতাদের একাংশকে। ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)
3/5তবে এত লম্বা ওয়েটিং লিস্ট হলেও ব্রেজার ক্রেতার কিন্তু কোনও কমতি নেই। শুধুমাত্র মার্চেই, এক মাসে ব্রেজার ১৬ হাজারেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)
4/5নতুন ব্রেজায় কে-সিরিজ 1.5-ডুয়াল জেট WT ইঞ্জিন রয়েছে। স্মার্ট হাইব্রিড প্রযুক্তি সাপোর্ট করে। ইঞ্জিনে একটি 6-স্পিড ট্রান্সমিশন রয়েছে। ইঞ্জিনটি 103hp শক্তি এবং 137Nm পিক টর্ক জেনারেট করে। ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)
5/5সংস্থার দাবি, এর জ্বালানি দক্ষতাও বেড়েছে। নতুন Brezza-র ম্যানুয়াল ভেরিয়েন্টে 20.15 kp/l মাইলেজ পাবেন। অটোমেটিক ভেরিয়েন্টে 19.80 kp/l মাইলেজ পাবেন। ব্রেজার চারটি ট্রিম LXi, VXi, ZXi এবং ZXi+ রয়েছে। ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)