লোকসভায় একটি লিখিত উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) ভারতে সাইবার নিরাপত্তার বিষয়ে ট্র্যাকিং করে। তাদের বিশেষজ্ঞরাই বৈদ্যুতিক গাড়ির চার্জিং সম্পর্কিত প্রোডাক্ট এবং অ্যাপ্লিকেশনে দুর্বলতার রিপোর্ট পেয়েছে।
1/5ইলেকট্রিক গাড়িই ভবিষ্যত। সময়ের সঙ্গে দেশে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা বাড়ছে। এবার সেই ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন নিয়েই নতুন চিন্তা। এই ধরনের চার্জিং কেন্দ্রগুলি সাধারণত মোবাইল অ্যাপের মাধ্যমে খুঁজতে, ব্যবহার করতে হয়। সেই অ্যাপের মাধ্যমেই সাইবার হানার বিষয়ে চিন্তিত কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এই বিষয়ে সংসদে আলোচনা হয়। প্রতীকী ছবি : রয়টার্স (HT_PRINT)
2/5লোকসভায় একটি লিখিত উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) ভারতে সাইবার নিরাপত্তার বিষয়ে ট্র্যাকিং করে। তাদের বিশেষজ্ঞরাই বৈদ্যুতিক গাড়ির চার্জিং সম্পর্কিত প্রোডাক্ট এবং অ্যাপ্লিকেশনে দুর্বলতার রিপোর্ট পেয়েছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
3/5 'সরকার এই বিষয়ে সম্পূর্ণ সচেতন। বিভিন্ন সাইবার হানার আশঙ্কার বিষয়ে সচেতন। হ্যাকিংয়ের সমস্যা মোকাবিলার জন্য সরকার সক্রিয় পদক্ষেপ করছে,' বলেন নীতিন গড়করি। ফাইল ছবি: পিটিআই (HT_PRINT)
4/5একটি পৃথক প্রশ্নের উত্তরে, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী বলেন, 'চলতি অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত হিট-এন্ড-রান কেসের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসাবে ১.৪৭ কোটি টাকা প্রদান করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
5/5হিট-এন্ড-রান দুর্ঘটনার ক্ষেত্রে কত ক্ষতিপূরণ দেওয়া হয়? গুরুতর আঘাতের ক্ষেত্রে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হয় বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। ফাইল ছবি: মিন্ট (HT_PRINT)