প্রধানমন্ত্রী আরও বলেন, 5G রোলআউটের মাত্র ৬ মাসের ... more
প্রধানমন্ত্রী আরও বলেন, 5G রোলআউটের মাত্র ৬ মাসের মধ্যেই দেশ 6G-র দিকে এগিয়ে চলেছে। আজকের প্রকাশিত এই ভিশন ডকুমেন্ট আগামী কয়েক বছরের মধ্যে 6G রোলআউটের একটি প্রধান ভিত্তি হয়ে উঠবে।
1/5বুধবার 6G টেস্টিংয়ের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন '6G ভিশন ডকুমেন্ট' প্রকাশ করেন তিনি। আগামী কয়েক বছরের মধ্যেই এই 6G Test Bed নয়া প্রযুক্তির ভিত্তি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5প্রধানমন্ত্রী বলেন, 'আজকের ভারত দ্রুত ডিজিটাল বিপ্লবের পরবর্তী ধাপের দিকে এগিয়ে চলেছে। ‘ভারতে বিশ্বের দ্রুততম 5G রোলআউট হয়েছে। মাত্র ১২০ দিনের মধ্যে ১২৫টিরও বেশি শহরে 5G পরিষেবা চালু করা হয়েছে। দেশের প্রায় ৩৫০টি জেলায় 5G পৌঁছে গিয়েছে।’ ফাইল ছবি: এএফপি (PTI)
3/5প্রধানমন্ত্রী আরও বলেন, 5G রোলআউটের মাত্র ৬ মাসের মধ্যেই দেশ 6G-র দিকে এগিয়ে চলেছে। আজকের প্রকাশিত এই ভিশন ডকুমেন্ট আগামী কয়েক বছরের মধ্যে 6G রোলআউটের একটি প্রধান ভিত্তি হয়ে উঠবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/56G টেস্ট বেড কী? এই 6G টেস্ট বেডের মাধ্যমে অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, শিল্প, স্টার্ট-আপ, MSME এবং শিল্পক্ষেত্রের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা হবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5সরকারি বিবৃতি অনুসারে, ভারতের 6G ভিশন ডকুমেন্টটি 6G (TIG-6G)-র বিশেষ প্রযুক্তি বিশেষজ্ঞদের গোষ্ঠী তৈরি করেছে। ২০২১ সালের নভেম্বরে বিভিন্ন মন্ত্রক/দফতর, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান, গবেষক, নিয়ন্ত্রক সত্ত্বার সদস্যদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছিল। এর মাধ্যমে টেলিকম পরিষেবা সরবরাহকারীদের ভারতে 6G চালুর জন্য একটি রোডম্যাপ এবং পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ফাইল ছবি: এএফপি (PTI)