বাড়ি বসে ফোন থেকেই দেবেন আঙুলের ছাপ! IIT বম্বের সঙ্গে কাজ করছে UIDAI
Updated: 12 Apr 2023, 10:54 AM ISTএই সিস্টেমের মাধ্যমে লোকেরা বাড়ি বসেই তাঁদের আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে পারবেন। অনেকটা ক্যামেরার মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মতোই। এই সিস্টেমে একাধিক আঙ্গুলের ছাপ একই সঙ্গে ক্যাপচার করার ক্ষমতা থাকবে। ফলে প্রমাণীকরণের জন্য সাকসেস রেটও বেশি হবে।
পরবর্তী ফটো গ্যালারি