UAE, মরিশাস এবং ইন্দোনেশিয়ার মতো দেশে এটি চালু করার কারণ রয়েছে। এই দেশগুলিতে ব্যবসা, চাকরি এবং ভ্রমণের সূত্রে বহু ভারতীয় যান। ফলে তাঁদের টাকা লেনদেন অনেক সহজ হয়ে যাবে।
1/5সম্প্রতি সিঙ্গাপুরের PayNow-এর সঙ্গে জুড়ে গিয়েছে ভারতের UPI। রিয়েল-টাইমে এবার থেকে দুই দেশের মধ্যে টাকা ট্রান্সফার করা যাবে। LiveMint-এর প্রতিবেদন অনুযায়ী, এরপর UAE, মরিশাস এবং ইন্দোনেশিয়ার সঙ্গেও UPI জুড়ে যাবে। ফাইল ছবি: মিন্ট (UPI)
2/5UAE, মরিশাস এবং ইন্দোনেশিয়ার মতো দেশে এটি চালু করার কারণ রয়েছে। এই দেশগুলিতে ব্যবসা, চাকরি এবং ভ্রমণের সূত্রে বহু ভারতীয় যান। ফলে তাঁদের টাকা লেনদেন অনেক সহজ হয়ে যাবে। ফাইল ছবি: এএফপি (UPI)
3/5সিঙ্গাপুরই প্রথম দেশ যার সঙ্গে ভারতের ক্রস-বর্ডার পারসন-টু-পারসন (P2P) পেমেন্ট চালু হয়েছে। শুধুমাত্র QR কোড স্ক্যান করেই দ্রুত এবং সহজেই টাকা লেনদেন করা যাচ্ছে। এটি প্রবাসী ভারতীয়দের জন্য একটি দারুণ খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (UPI)
4/5গত ২১ ফেব্রুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের(RBI) গভর্নর শক্তিকান্ত দাস এবং সিঙ্গাপুরের মনিটারি অথরিটি (MAS)-র MD রবি মেনন ভারত-সিঙ্গাপুর টাকা ট্রান্সফারের এই নয়া পদ্ধতি চালু করেন। ফাইল ছবি: এএনআই (UPI)
5/5প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-ও এই লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন। PayNow-UPI প্রজেক্টই বিশ্বের প্রথম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম লিঙ্কেজ। আগামিদিনে এটি বিশ্বজুড়ে ক্রস বর্ডার লেনদেনের পথ দেখাবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: ইউপিআই (UPI)