ভারতের গৃহস্থালিবাবদ মোট খরচ FY26-এর মধ্যেই ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর প্রায় অর্ধেক অঙ্কই UPI লেনদেনের মাধ্যমে করা হবে বলে অনুমান করা হয়েছে রিপোর্টে।
1/5মোট অর্থ ব্যবস্থার ৫০%-ই হয়ে যাবে নগদহীন। আগামী ৩ বছরের মধ্যেই তা বাস্তবায়িত হতে চলেছে। ক্রেতাদের থেকে ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টের অঙ্ক ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। ২০২৫-২৬ সালের মধ্যেই তা বাস্তবায়িত হয়ে যাবে, বলছে রিপোর্ট। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
2/5ভারতের গৃহস্থালিবাবদ মোট খরচ FY26-এর মধ্যেই ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর প্রায় অর্ধেক অঙ্কই UPI লেনদেনের মাধ্যমে করা হবে বলে অনুমান করা হয়েছে রিপোর্টে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
3/5'বর্তমানে প্রযুক্তিগত এবং আর্থিক বৃদ্ধির কারণে ভারত আগামী তিন বছরে প্রায় ৩৫-৪০ কোটি ডিজিটাল ব্যবহারকারী দাঁড়াবে। ৫০%-ই ক্যাশলেস অর্থনীতিতে পরিণত হবে বলে মনে করা হচ্ছে,' জানালেন আর্থিক বিশেষজ্ঞ সৌরভ ত্রেহান। ফাইল ছবি: এএফপি (MINT_PRINT)
4/5সরকারি উত্সাহ প্রদান UPI 2.0, 123 Lite, UPI-তে ক্রেডিট কার্ড, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC)-র কারণে সময়ের সঙ্গে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
5/5সাম্প্রতিক কয়েক বছরে UPI-তে লেনদেনের প্রবণতা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। মোট বার্ষিক লেনদেনের অঙ্ক ১.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)