রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় এ... more
রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বেশ কিছু অপশন রয়েছে ভোডাফোন আইডিয়ার ঝুলিতে। Vodafone-Idea-র পোস্টপেইড প্ল্যানের দাম ৪০১ টাকা থেকে শুরু।
1/5বাজারে এখন মূলত তিনটি টেলিকম সংস্থা। Jio, Airtel এবং Vodafone-Idea (Vi)। ভোডাফোন-আইডিয়ার ঝুলিতে পোস্টপেইড প্ল্যান ও প্রিপেইড প্ল্যানের বেশ বড় সম্ভার রয়েছে। সস্তার প্ল্যানের হিসাবে Vodafone-Idea (Vi)-র এন্ট্রি লেভেল পোস্টপেইড প্ল্যান কিন্তু মন্দ নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT Bangla)
2/5রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বেশ কিছু অপশন রয়েছে ভোডাফোন আইডিয়ার ঝুলিতে। Vodafone-Idea-র পোস্টপেইড প্ল্যানের দাম ৪০১ টাকা থেকে শুরু। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT Bangla)
3/5এদিকে Jio এবং Airtel-এর সবচেয়ে সস্তার পোস্টপেইড প্ল্যান হল ৩৯৯ টাকা। Vodafone-Idea-র প্ল্যান অন্য দুই কোম্পানির তুলনায় ২ টাকা করে বেশি। কিন্তু এক্ষেত্রে লক্ষ্যণীয়, Sony Liv এবং Zee5-এ সাবস্ক্রিপশন পাবেন। সেই সঙ্গে 50GB ফ্রি ডেটা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (HT Bangla)
4/5বেশি বেশি ডেটা ব্যবহার করলে সেক্ষেত্রে এই প্ল্যানটি সেরা। এই প্ল্যানে Vi মোট 50 জিবি ডেটা দিচ্ছে। অনলাইনে সাবস্ক্রাইব করলে 50 জিবি অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাবেন। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
5/5সবচেয়ে বড় সুবিধা হল, এতে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই প্রতিদিন ৬ ঘণ্টা, (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত) সীমাহীন ডেটা পাবেন। 200 জিবি ডেটা রোলওভারের সুবিধাও পাবেন। এই প্ল্যানে প্রতি মাসে ৩ হাজারটি SMS এবং বিনামূল্যে কলিংয়ের সুবিধাও পাবেন। ফাইল ছবি : মিন্ট (HT Bangla)