নেব্রাস্কায় তাঁর সংস্থার বার্ষিক সভায় আলোচনা চলাকালীন, ওয়ারেন বাফেট AI-কে পারমাণবিক বোমার মতো ভয়ানক বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন।
1/5ChatGPT-র মতো অ্যাপের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি সবার আগ্রহ বাড়ছে। AI চ্যাটবটকে বিভিন্ন সাধারণ কাজে লাগানোর প্রচেষ্টা করছে বড় সংস্থাগুলি। আর এরই মাঝে অনেকেই AI-এর প্রভাব নিয়ে আশঙ্কা বোধ করছেন। ফাইল ছবি: শাটারস্টক (REUTERS)
2/5সেই তালিকায় এবার যোগ হল আরও এক বড় ব্যক্তিত্বের নাম। তিনি হলেন ওয়ারেন বাফেট। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি AI-এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
3/5নেব্রাস্কায় তাঁর সংস্থার বার্ষিক সভায় আলোচনা চলাকালীন, ওয়ারেন বাফেট AI-কে পারমাণবিক বোমার মতো ভয়ানক বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5তিনি জানান, তাঁর অপর বিলিয়নেয়ার বন্ধু বিল গেটস তাঁকে ChatGPT-র ব্যবহার দেখিয়েছিলেন। তিনি বলেন, এই প্রযুক্তির দুর্দান্ত ক্ষমতা তাঁকে মুগ্ধ করেছে। কিন্তু তিনি এই প্রযুক্তির ভবিষ্যতে প্রভাব সম্পর্কেও শঙ্কিত। ফাইল ছবি: এএফপি (REUTERS)
5/5'যখন কোনও একটি জিনিসই সব ধরনের কাজ করতে পারে, তখনই আমি একটু চিন্তিত হয়ে পড়ি। কারণ আমি জানি, একবার এটি তৈরি হয়ে গেলে আর আমরা তা বন্ধ করতে পারব না। আপনারা তো জানেনই। পারমাণবিক বিস্ফোরণও ভাল উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছিল কিন্তু সেটা থেকেই শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরমাণু বোমা এসেছিল,' এমনটাই বলেন ৯২ বছর বয়সী বিনিয়োগকারী। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)