আপাতত হোয়াটসঅ্যাপ ওয়েব বেটা ব্যবহারকারীদের কাছেই এ... more
আপাতত হোয়াটসঅ্যাপ ওয়েব বেটা ব্যবহারকারীদের কাছেই এই ফিচার দিচ্ছে হোয়াটসঅ্যাপ। WaBetaInfo-র রিপোর্টে বলা হয়েছে, টেক্স মেসেজের মেনু অপশনের মধ্যে এই এডিটের অপশন এসে গিয়েছে।
1/5WhatsApp-এ মেসেজ পাঠানোর পরেও তা এডিট করে বদলে ফেলা যাবে। WaBetaInfo-র রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এই নয়া ফিচার এসে গিয়েছে বেশ কিছু WhatsApp Web ব্যবহারকারীর কাছে। গত বছর থেকে হোয়াটসঅ্যাপ এই এডিট মেসেজ নিয়ে কাজ করছে বলে গুঞ্জন ছিল। ফাইল ছবি: পেক্সেলস (Pexels)
2/5আপাতত হোয়াটসঅ্যাপ ওয়েব বেটা ব্যবহারকারীদের কাছেই এই ফিচার দিচ্ছে হোয়াটসঅ্যাপ। WaBetaInfo-র রিপোর্টে বলা হয়েছে, টেক্স মেসেজের মেনু অপশনের মধ্যে এই এডিটের অপশন এসে গিয়েছে। ফাইল ছবি: ডব্লুএবেটাইনফো (Pexels)
3/5অ্যান্ড্রয়েড 2.23.10.10 আপডেটের মাধ্যমে এই ফিচার এসেছে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সানে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Pexels)
4/5এই অপশন সিলেক্ট করার পর একটি নতুন উইন্ডো আসবে। তার মধ্যে আপনার মেসেজ এডিট করার সুযোগ পাবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য এই ফিচার এনাবেল করা থাকে, সেক্ষেত্রে আপনার চ্যাট এবং গ্রুপে মেসেজ এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন। ফাইল ছবি: রয়টার্স (Pexels)
5/5মাত্র একবার নয়। একাধিকবার আপনার পাঠানো মেসেজ এডিট করে বদলের অপশন থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মেসেজে কারচুপি এড়াতে আপাতত এডিটের সময়সীমা ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। বানান বা তথ্যের ভুল সংশোধনই এর মূল উদ্দেশ্য। ফাইল ছবি: পেক্সেলস (Pexels)