জোমাটোর এক মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকদের এক বড় অং... more
জোমাটোর এক মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকদের এক বড় অংশ জোমাটোতে অর্ডার করার সময়ে UPI ব্যবহার করেন। এবার থেকে আমাদের অ্যাপের মধ্যেই UPI আইডি তৈরি করা যাবে।
1/5ফুড ডেলিভারি অ্যাপ Zomato-তে UPI পরিষেবা এসে গেল। সংস্থা জানিয়েছে, ICICI ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে এই নয়া পরিষেবা আনা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5জোমাটোর এক মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকদের এক বড় অংশ জোমাটোতে অর্ডার করার সময়ে UPI ব্যবহার করেন। এবার থেকে আমাদের অ্যাপের মধ্যেই UPI আইডি তৈরি করা যাবে। এর মাধ্যমে অ্যাপ সুইচ না করেই, জোমাটোর মধ্যে থেকেই UPI মারফত পেমেন্ট করা যাবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/5এমনিতে বাজারে এখন দুইটি অ্যাপেরই দাপট। সেগুলি হল Google Pay এবং PhonePe। জোমাটো বা অন্য কোথাও অর্ডার করে দাম মেটানোর সময়ে এই পেমেন্ট অ্যাপগুলিতে ট্রান্সফার হয়ে যায়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5সেই বাজারটাই ধরে নিতে চাইছে জোমাটো। এর ফলে অ্যাপের মধ্যেই UPI মারফত পেমেন্ট করবেন ব্যবহারকারীরা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5এমনিতেই সংস্থাগুলির জন্য নয়া নিয়ম চালু করেছে ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(NPCI)। নিয়ম অনুযায়ী কোনও সংস্থা, ভারতের মোট লেনদেন অঙ্কের ৩০%-এর বেশি বাজার দখল করতে পারবে না। ফলে এই নিয়মেরও সুবিধা নিতে পারবে Zomato-র UPI পরিষেবা। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)