বারাণসীতে দুদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এক অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করলেন মোদী। প্রথমবার তাঁর ভাষণে ব্যবহৃত হল রিয়েল টাইম এআই ট্রান্সলেশন (Real time AI translation) প্রযুক্তি ‘ভাষিণী (Bhashini)’। মোদীর কথাতেও উঠে আসে এই এআই-এর প্রসঙ্গ। ভাষণের মাঝেই তাঁকে বলতে শোনা যায়, ‘আজ নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) ব্যবহার হল এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, ভবিষ্যতে আমায় এই প্রযুক্তিই আপনাদের কাছে পৌঁছে দিতে আরও সাহায্য করবে।’
(আরও পড়ুন: Weight loss: কিম্ভুত সব নাম, শুনলে হাসতেও পারেন! ওজন কমাতে নাকি এই খাবারগুলিই সেরা)
দুদিনের বারাণসী সফরে এই ঘোষণা
রবিবার নরেন্দ্র মোদী বারাণসী পৌঁছে যান । দুদিনের সফরে নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন মোদী। সেখানে ১৯ হাজার কোটি টাকার ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকশিত ভারত সংকল্প যাত্রাতেও থেকেছেন মোদী। পাশাপাশি কাশী তামিল সঙ্গম উদ্বোধনে হাজির ছিলেন তিনি। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর বিশেষ অনুষ্ঠান এই কাশী তামিল সঙ্গম (Kashi Tamil Sangamam)। এই উপলক্ষে বারাণসীতে তামিলনাড়ু এবং কাশীর মানুষ নিজেদের সংস্কৃতিকে তুলে ধরবেন। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভাষণ রাখেন।
(আরও পড়ুন: Ola Krutrim AI: ChatGPT-র সঙ্গে টক্কর দিতে ‘কৃত্রিম’ লঞ্চ করবে ওলা! কত দাম? কবে আসবে বাজারে)
কীভাবে কাজ করে এই প্রযুক্তি? (How Bhashini Works)
রিয়েল টাইম এআই ট্রান্সলেশন করে দেয় ‘ভাষিণী’। অর্থাৎ অন্য ভাষায় চলতে থাকা কোনও কথা তৎক্ষণাৎ নিজের ভাষায় অনুদিত হয়ে যাবে। ধরা যাক, দক্ষিণ ভারতের লোক মোদীর ভাষণ শুনছেন। কিন্তু অনেকেই এমন আছেন যাঁরা হিন্দি ভাষা বুঝতে পারেন না। তাঁদের জন্য রিয়েল টাইমে অর্থাৎ সঙ্গে সঙ্গে সেই ভাষণ তামিলে ট্রান্সলেট করে দেবে এআই।
মোদীকে চিন্তায় ফেলেছিল কৃত্রিম বুদ্ধিমত্তাই
কিছু দিন আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ে প্রধানমন্ত্রীর গলায় উদ্বেগের সুর শোনা যায়। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই তার ডিপফেক ভিডিয়ো তৈরি করা হয়েছিল। সেটাই ছিল তাঁর উদ্বেগের বিষয়। এই নিয়ে সাইবার টিমকে আরও কঠোর হতেও বলেন তিনি। প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, এটি সমাজের কাছে যেমন আশীর্বাদ, তেমন সমাজকে ধ্বংস করার হাতিয়ারও। এর অপব্যবহার রুখতে বিশেষ পদক্ষেপের দাবিও তোলেন তিনি। সেই এআই প্রযুক্তিই এবার ব্যবহার করা হল মোদীর ভাষণে।