Poco M5: ১৫ হাজার টাকার নিচেই দারুণ ফোন! জেনে নিন দাম, স্পেসিফিকেশন
Updated: 06 Sep 2022, 09:29 AM ISTসোমবার, ৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল Poco M5৷ দাম ১৫ হাজার টাকারও কম৷ কম দামেই FHD+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি সিরিজের চিপসেট, ট্রিপল ক্যামেরা এবং আরও অনেক ভাল ফিচার্স রয়েছে। বাজারে আসার আগেই HT Tech-এর কাছে এল সেই ফোন। কেমন লাগল Poco M5?