আগামী কয়েক বছরের মধ্যে ভারতে 5G-র প্রসার হবে বলে মনে করা হচ্ছে। ফলে সেই বাজারে আগেভাগেই প্রবেশ করতে শুরু করেছে বেশিরভাগ সংস্থাই। এবার সেই পথে হাঁটল Poco । শীঘ্রই আসতে চলেছে সংস্থার প্রথম 5G স্মার্টফোন Poco M3 Pro 5G ।
মঙ্গলবার ফোনটির একটি টিজার টুইট করেছে POCO India । ফ্লিপকার্টে আগামী ৮ জুন ফোনটি প্রকাশ্যে আসবে বলে জানিয়েছে সংস্থা। দেখুন সেই টুইট :
একনজরে দেখে নিন Poco M3 Pro 5G-র স্পেসিফিকেশন:
RAM : 4 GB /6 GB
Internal Memory : 64 GB / 128 GB
Processor : MediaTek MT6833 Dimensity 700 5G
ব্যাটারি : 5000 mAh 18 W ফাস্ট চার্জিং
ডিসপ্লে : 6.5-inch 1080x2400 পিক্সেল
রিয়ার ক্যামেরা : 48MP প্রাইমারি সেন্সর(ওয়াইড) + 2MP ম্যাক্রো + 2MP ডেপথ সেন্সর
ফ্রন্ট ক্যামেরা : 8 MP
OS : Android 11
দাম : Poco M3 Pro 5G-র দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে, আন্তর্জাতিক ট্রেন্ড অনুযায়ী দাম ১৪,১০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। আগামী ৮ জুন ফ্লিপকার্টে লঞ্চের সঙ্গেই তা জানা যাবে।