বাংলা নিউজ > টেকটক > Poco X3 Pro: 20MP ফ্রন্ট ক্যামেরা, 8 GB RAM, সাধ্যের মধ্যে সাধপূরণ?

Poco X3 Pro: 20MP ফ্রন্ট ক্যামেরা, 8 GB RAM, সাধ্যের মধ্যে সাধপূরণ?

ছবি : পোকো (POCO)

Poco X3 Pro-তে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফলে সেলফি লাভারদের জন্য এটি আদর্শ। গেমারদের জন্যও রয়েছে যথেষ্ট RAM ও শক্তিশালী প্রসেসর।

মঙ্গলবার লঞ্চ হল Poco X3 Pro । এর আগের মডেল Poco X3-র আপগ্রেডেড ভার্সান এটি।

গত সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে Poco X3 Pro স্মার্টফোন প্রকাশ্যে আসে। আগের মডেল Poco X3 বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্পেসিফিকেশনের দিক থেকে আরও উন্নত নতুন Poco X3 Pro ।

Poco X3 Pro-তে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফলে সেলফি লাভারদের জন্য এটি আদর্শ।

তাছাড়া গেমারদের জন্যও রয়েছে যথেষ্ট RAM ও প্রসেসর।

এক নজরে দেখে নিন Redmi Note 10-এর স্পেসিফিকেশন :

RAM : 6 GB / 8 GB

Internal Memory : 128 GB, 256 GB

Processor : Qualcomm Snapdragon 860 SoC

ব্যাটারি : 5,160mAh (33 W ফাস্ট চার্জিং)

ডিসপ্লে : 6.67-inch FHD+(1,080x2,400 pixels)

রিয়ার ক্যামেরা : 48MP প্রাইমারি সেন্সর + 8MP ওয়াইড অ্যাঙ্গেল + 2MP ম্যাক্রো লেন্স + 2MP ডেপথ সেন্সর

ফ্রন্ট ক্যামেরা : 20 MP

সফটওয়্যার : Android 11, MIUI 12

দাম : Poco X3 Pro-র দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে(6GB+128GB)।

অন্যদিকে 6GB+128GB ভেরিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা।

ভারতের বাজারে Samsung Galaxy F62, Realme X7 ও Vivo V20 2021-কে টক্কর দেবে Poco X3 Pro ।

বন্ধ করুন