আগামী কয়েক বছরের মধ্যে ভারতে 5G-র প্রসার হবে বলে মনে করা হচ্ছে। ফলে সেই বাজারে আগেভাগেই প্রবেশ করতে শুরু করেছে বেশিরভাগ সংস্থাই। এবার সেই একই পথে হাঁটল Realme । প্রকাশ্যে এল Realme 8 5G ।
অন্যান্য ফিচার্স বাদ দিলেও, এই স্মার্টফোনে 5G-র ফিচার একে বাকি প্রতিযোগিতার থেকে আলাদা করে তোলে। তাই আপনি যদি খুব যত্নশীল স্মার্টফোন ব্যবহারকারী হন, আর বেশ কয়েক বছরের জন্য কোনও স্মার্টফোন ব্যবহার করতে চান, তাহলে 5G-র জগতে প্রবেশ করাই বুদ্ধিমানের কাজ হবে।
একনজরে দেখে নিন Realme 8 5G-র ফিচার্স :
RAM : 4 GB /8 GB
Internal Memory : 128 GB
Processor : MediaTek Dimensity 700 5G
ব্যাটারি : 5000mAh 18 W ফাস্ট চার্জিং
ডিসপ্লে : 6.5-inch FHD+
রিয়ার ক্যামেরা : 48MP প্রাইমারি সেন্সরসহ কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা : 16 MP
দাম : Realme 8 5G-র দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে(4GB, 128GB)।
আগামী ২৮ এপ্রিল থেকে Flipkart-এ বিক্রি শুরু হবে।