বাংলা নিউজ > টেকটক > Realme 9 5G: শক্তিশালী ক্যামেরা, ফাস্ট চার্জিং! দামও আপনার বাজেটের মধ্যেই

Realme 9 5G: শক্তিশালী ক্যামেরা, ফাস্ট চার্জিং! দামও আপনার বাজেটের মধ্যেই

ছবি : হিন্দুস্তান টাইমস টেক (HT Tech)

এই সেগমেন্টের সবচেয়ে পাতলা এবং সবচেয়ে হালকা ওজনের স্মার্টফোন এটি।

বৃহস্পতিবার লঞ্চ হয়েছে নতুন Realme 9 5G। মিড রেঞ্জের ফোন কেনার পরিকল্পনা থাকলে এটি আপনার উইশলিস্টে রাখতে পারেন। একনজরে দেখে নিন, Realme 9 5G-র স্পেসিফিকেশন।

Realme 9 5G দুটি রঙের অপশনে পাবেন- মিটিয়র ব্ল্যাক এবং স্টারগেজ হোয়াইট। হিন্দুস্তান টাইমস সেই স্টারগেজ হোয়াইটেরই রিভিউ করেছে।

এই সেগমেন্টের সবচেয়ে পাতলা এবং সবচেয়ে হালকা ওজনের স্মার্টফোন এটি।

ডিসপ্লে

90Hz রিফ্রেশ রেট-সহ ৬.৫-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে। 180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে।

প্রসেসর

MediaTek Dimensity 810 SoC প্রসসর রয়েছে।

ক্যামেরা

ছবি : হিন্দুস্তান টাইমস টেক
ছবি : হিন্দুস্তান টাইমস টেক (HT Tech)

Realme 9 5G-তে একটি ৪৮MP প্রাইমারি ক্যামেরা, ২MP ম্যাক্রো লেন্স এবং একটি ২MP ডেপথ সেন্সরসহ রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ সেলফির জন্য রয়েছে ১৬MP সেলফি ক্যামেরা।

ব্যাটারি

শক্তিশালী ৫,০০০ mAh ব্যাটারি আছে। রয়েছে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট।

Realme 9 5G-র দাম

স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাবেন - 4GB+64GB-র দাম ১৪,৯৯৯ টাকা। 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। ১৪ মার্চ, দুপুর ১২টা থেকে Realme-ওয়েবসাইট এবং Flipkart-এ বিক্রি শুরু হবে।

বন্ধ করুন