গত সপ্তাহেই লঞ্চ হয়েছিল Realme 9i । গত ১৮ জানুয়ারি ভারতেও লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।Realme.com-এ আগামী ২২ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে Realme 9i-এর।
Realme 9i স্ন্যাপড্রাগন 680 SoC দ্বারা চালিত। Android 11-ভিত্তিক Realme UI 2.0 আছে। থাকছে 6.6" FullHD+ 90Hz LCD ডিসপ্লে। এটি ড্রাগনট্রেইল প্রো গ্লাসের। ফলে হাত থেকে পড়ে চট করে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। রয়েছে 16MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের উপরের-বাম কোনে একটি পাঞ্চ হোল রয়েছে৷
Realme 9i-এর ফিঙ্গারপ্রিন্ট রিডার একটি সাইডে মাউন্টেড। থাকছে স্টিরিয়ো স্পিকার্স। Realme 9i-তে 1TB পর্যন্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও আছে।
Realme 9i-এর স্পেসিফিকেশন :
১. RAM : ৪/৬ GB
২. Internal Memory : ৬৪/১২৮ GB (১ TB-র কার্ড ভরা যাবে।)
৩. Processor : স্ন্যাপড্রাগন 680 SoC
৪. ব্যাটারি : 5000 mAh (৩৩W ফাস্ট চার্জিং)
৫. ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস
৬. রিয়ার ক্যামেরা : ৫০+২+২ MP
৭. ফ্রন্ট ক্যামেরা : ১৬ MP
Realme 9i-এর দাম :
৪জিবি+৬৪ জিবি ভার্সানের দাম ১৩,৯৯৯ টাকা।
৬জিবি+১২৮ জিবি ভার্সানের দাম ১৫,৯৯৯ টাকা।