বাংলা নিউজ > টেকটক > Realme C21: সস্তায় 5000 mAh ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা

Realme C21: সস্তায় 5000 mAh ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা

কম দামের অলরাউন্ডার আসতে চলেছে বাজারে

Realme C21 ফিচার্স-এ ঠাসা। স্পেসিফিকেশন দেখলেই বুঝবেন যে স্মার্টফোনটি খুবই ব্যালেন্সড। অর্থাত্ কোনও একটি ফিচার-এ নয়, সব দিকেই সমানভাবে নজর দিয়েছে সংস্থা।

আগামী ৫ মার্চ লঞ্চ করছে Realme C21 । রিয়েলমির C সিরিজের স্মার্টফোনের লাইনআপ-এ এটি হবে নবতম সংযোজন। তাই এই মাসে Realme-র বাজেট ফোন কেনার পরিকল্পনা থাকলে এটি অবশ্যই মাথায় রাখুন।
 

আগামী ৫ মার্চ লঞ্চ Realme C21-র
আগামী ৫ মার্চ লঞ্চ Realme C21-র

তাছাড়া মাথায় রাখবেন নাই বা কেন? Realme C21 ফিচার্স-এ ঠাসা। স্পেসিফিকেশন দেখলেই বুঝবেন যে স্মার্টফোনটি খুবই ব্যালেন্সড। অর্থাত্ কোনও একটি ফিচার-এ নয়, সব দিকেই সমানভাবে নজর দিয়েছে সংস্থা। আর সেই কারণেই সাধারণ ব্যবহারকারী হোন বা মোবাইল গেমার, সকলের জন্যই অলরাউন্ডার হতে পারে Realme C21 ।

দেখে নিন Realme C21 -এর স্পেসিফিকেশন

RAM : 4 GB

Internal Memory : 64 GB

Processor : MediaTek Helio G35, Octa-Core

ব্যাটারি : 5000 mAh

ডিসপ্লে : 6.52-inch (720X1600 পিক্সেল রেজোলিউশন)

রিয়ার ক্যামেরা : 13+2+2 MP

ফ্রন্ট ক্যামেরা : 8 MP (Waterdrop notch)

Realme C21-এর দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে, স্পেসিফিকেশন ও বর্তমান মার্কেট ট্রেন্ড অনুযায়ী Realme C21-এর দাম ১১,০০০-১২,০০০০ টাকার মধ্যেই হওয়া উচিত্। তাছাড়া Realme খুবই কম্পিটিটিভ প্রাইসিং-এর জন্য পরিচিত। আগামী ৫ মার্চ লঞ্চের পরেই জানা যাবে Realme C21-এর দাম।

বন্ধ করুন