বাংলা নিউজ > টেকটক > Realme Narzo 30 : শীঘ্রই লঞ্চ! মিলবে 6 জিবি RAM, 5,000 mAh ব্যাটারির সুবিধা

Realme Narzo 30 : শীঘ্রই লঞ্চ! মিলবে 6 জিবি RAM, 5,000 mAh ব্যাটারির সুবিধা

ছবি : রিয়েলমি (Realme)

Narzo 30-র একটি 5G ভার্সনও লঞ্চ হবে সেই দিন। দুটি ভার্সানের স্পেসিফিকেশন কিছু কিছু রদবদল হলেও মূলত প্রায় একই।

আগামী ২৪ জুন লঞ্চ হতে চলেছে Realme Narzo 30 । রিয়েলমির Narzo সিরিজের স্মার্টফোনের লাইনআপ-এ এটি নবতম সংযোজন।

Narzo 30-র একটি 5G ভার্সানও লঞ্চ হবে সেই দিন। দুটি ভার্সানের স্পেসিফিকেশন কিছু কিছু রদবদল হলেও মূলত প্রায় একই। তবে 5G ভার্সানে RAM 8 GB ।

দুটিতেই থাকছে 5000 mAh-এর ব্যাটারি। ফলে একটানা বহুক্ষণ ব্যবহারের জন্য এটি আদর্শ।

4G ভ্যারিয়েন্টে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আবার 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে 5G ভ্যারিয়েন্টে।

আর একটানা ব্যবহারের কথা বললেই গেমারদের কথা মাথায় আসে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, Realme Narzo 30-তে থাকছে 6 জিবি RAM । সেই সঙ্গে MediaTek-এর Helio G95 প্রসেসর। ফলে ফ্রিফায়ার বা সদ্য প্রকাশিত Battlegrounds India খেলতে খুব বেশি সমস্যা হবে না।

এক নজরে দেখে নিন Realme Narzo 30-র স্পেসিফিকেশান :

RAM : 6 GB

Internal Memory : 128 GB

Processor : MediaTek Helio G95

ব্যাটারি : 5000 mAh (30w ফাস্ট চার্জিং)

ডিসপ্লে : 6.5-inch HD+

(1080X2400 পিক্সেল)

রিয়ার ক্যামেরা : 48+2+2 MP

ফ্রন্ট ক্যামেরা : 16 MP (Waterdrop notch)

সফটওয়্যার : Android 11 ভিত্তিক Realme UI 2.0

USB : Type C port

এখনও পর্যন্ত এর দাম ঘোষণা করেনি সংস্থা। তবে, রিয়েলমি ইন্ডিয়ার সিইও, মাধব শেঠ জানিয়েছেন, রিয়েলমি নারজো ৩০ ও রিয়েলমি নারজো ৩০ ৫ জি ফোনটি ২৪ জুন দুপুর ১২ টা ৩০ মিনিটে লঞ্চ হবে। এদের সঙ্গে ৩২ ইঞ্চি Realme Smart full-HD TV-ও লঞ্চ হবে বলে জানান তিনি।

বন্ধ করুন