ভারতে লঞ্চ হল Realme Narzo 50A Prime। কম দামেই এই ফোনে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা, ৫,০০০ mAh ব্যাটারির মতো লোভনীয় ফিচার্স পাবেন।
1/5ভারতের বাজারের জন্য নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি। কম বাজেটের সেগমেন্টে লঞ্চ করা হল Realme Narzo 50A Prime । ফাইল ছবি: রিয়েলমি (Realme)
2/56.6 ইঞ্চি ফুল HD ডিসপ্লে পাবেন। রেজোলিউশন 2408 x 1080 পিক্সেল। প্রসেসর হিসাবে আছে Unisok T612 । থাকছে 4GB RAM এবং 128GB স্টোরেজ। এছাড়াও এতে রয়েছে 5000 mAh ব্যাটারি। ফাইল ছবি: রিয়েলমি (Realme)
3/5ফোটোগ্রাফির জন্য, Narzo 50A প্রাইম স্মার্টফোনটিতে তিনটি ক্যামেরা রয়েছে। একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। এছাড়াও এতে B&W সেন্সর এবং ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য এতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফাইল ছবি : রিয়েলমি (Realme)
4/5ফ্ল্যাশ ব্ল্যাক এবং ফ্ল্যাশ ব্লু রঙের অপশন পাবেন। দুটি ভেরিয়েন্টে পাবেন। 4GB + 64GB এবং 6GB + 128GB । দাম যথাক্রমে ১১,৪৯৯ টাকা এবং ১২,৪৯৯ টাকা। ফাইল ছবি : রিয়েলমি (Realme)
5/5Real Me Narzo 50A Prime আগামী ২৮ এপ্রিল থেকে Realme অনলাইন স্টোরে বিক্রি শুরু হবে। Amazon-এও পাওয়া যাবে। ফাইল ছবি : রিয়েলমি (Realme)