দুর্গাপুজোর আগে নতুন স্মার্টফোন কিনতে চান? সেক্ষেত্রে রয়েছে দারুণ সুযোগ। উত্সব মরসুমে Realme-র স্মার্টফোনে দারুণ অফার এবং ছাড় মিলছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে রিয়েলমি 'Festive Days' সেল চালু হচ্ছে। আট দিনের এই ম্যারাথন সেলে Realme-র বিভিন্ন মডেলের স্মার্টফোনে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ফেস্টিভ ডে সেল চলবে। এক নজরে দেখে নিন Realme-র কোন কোন মডেলে এই ছাড় পাবেন। আরও পড়ুন: iPhone 14 আসতেই 11, 12, 13-এর দাম কমে গিয়েছে! এখন সাধ্যের মধ্যেই অ্যাপেল
Realme C33
রিয়েলমি C33 স্মার্টফোনে ১,০০০ টাকা ছাড় পাবেন। মাত্রা ৭,৯৯৯ টাকায় পাবেন রিয়েলমি-র এই বাজেট ফোন। ৫০ MP + ০.৩ MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ mAh ব্যাটারি পাবেন।
Realme Narzo 50i Prime(3 GB+32 GB)
এই ফোনটিও ৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে। গত বছরই বাজারে এই বাজেট ফোনটি লঞ্চ করেছে। ৬.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে আছে। ৭২০×১৬০০ পিক্সেল রেজোলিউশন। অ্যান্ড্রয়েড ১১-এর Realme UI Go ভার্সান রয়েছে।
Realme GT 2 Pro
Realme-র এই ফ্ল্যাগশিপ মডেলেও ছাড় পাবেন। সেলে Realme GT 2-এর দাম ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হবে। Realme GT 2 Pro-এর 8 GB RAM-এর মডেলটি পাবেন ৩৪,৯৯৯ টাকায়।
Realme GT Neo 3T
কয়েক মাস আগেই Realme GT Neo 3T বাজারে এসেছে। আরও পড়ুন: Realme GT Neo 3T in pics : হাতে এল রিয়েলমির নতুন মিড বাজেট ফোন! কেমন?
মিড বাজেটের এই স্মার্টফোনটি 6 GB এবং 8 GB ভেরিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকায় পাবেন।
Realme 9 Pro+
Realme ফেস্টিভ ডেজ সেলে Realme 9 Pro+-এও দারুণ অফার পাবেন। ১৭,৯৯৯ টাকায় পাবেন এই ফোনটি। এমনিতে ফোনটির MRP ২৪,৯৯৯ টাকা। ফলে সেলে অনেকটাই সস্তায় পাবেন এই মিড রেঞ্জের বাজেট স্মার্টফোন।