বাংলা নিউজ > টেকটক > সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা! শীঘ্রই ভারতে আসছে Redmi 10

শীঘ্রই ভারতে আসছে Redmi 10। এমনটাই জানাল Xiaomi । ইতিমধ্যেই এই ফোনের বিষয়ে টুইটারে আভাস দিয়েছে সংস্থা।

অনেকেই ১০ থেকে ১৫,০০০ টাকা রেঞ্জের মধ্যে স্মার্টফোন খোঁজেন। যাতে মোটামুটি ভাল ছবি, ভালো ব্যাটারি লাইফ ও একটু ব্যাটেলগ্রাউন্ড খেলা গেলেই যথেষ্ট। তবে সিংহভাগ ক্রেতার নজর থাকে ক্যামেরায়। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ক্যামেরা কোয়ালিটি ম্যাটার্স। তাই এদিকে নজর দিচ্ছে সব সংস্থাই।

Redmi 10-এর আকর্ষণ নিঃসন্দেহে এর ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। আর কী কী স্পেসিফিকেশন পাবেন?

Redmi 10-এর স্পেসিফিকেশন :

RAM : 4 GB/ 6 GB

Internal Memory : 64 GB/ 128 GB

Processor : MediaTek Helio G88

ব্যাটারি : 5,000mAh

ডিসপ্লে : ৬.৫ ইঞ্চি ফুল HD+

রিয়ার ক্যামেরা : কোয়াড ক্যামেরা ডিসপ্লে। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের

ফ্রন্ট ক্যামেরা : এখনও জানা যায়নি।

Redmi 10-এর দাম কত?

৪ জিবি RAM,৬৪ জিবি মডেলের দাম ১১,৯৯৯ টাকা। ফলে ১২ হাজার টাকারও কম দামে ভালই স্পেসিফিকেশন।

এদিকে এখন এই একই দামে পাওয়া যাচ্ছে Redmi Note 9 । তাতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটি কবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও তারিখ ঘোষণা করেনি সংস্থা। তবে ওয়াকিবহাল মহলের দাবি, এক মাসের মধ্যেই তা হতে পারে।

বন্ধ করুন