নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে আপনার উইশলিস্টে Xiaomi-র একটি বাজেট স্মার্টফোন রাখতে পারেন। সম্প্রতি এই ফোনে বেশ বড়সড় ছাড়ের অফার যোগ করা হয়েছে। Xiaomi Redmi A1+ নামের এই বাজেট ফোন তার দামের তুলনায় ৩০ শতাংশেরও বেশি ছাড়ে কিনতে পারবেন। একটি বিশেষ ব্যাঙ্ক অফারের সুবিধাও পাবেন। আরও পড়ুন: ভারতে চিনা ফোনে অনীহা? Xiaomi-কে টপকে বিক্রিতে এক নম্বরে Samsung- রিপোর্ট
লেদার ফিনিশের ইউনিক ডিজাইন এবং শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এই ফোনের অন্যতম ফিচার। এছাড়াও, Redmi A1+ স্মার্টফোনটিতে একটি শক্তিশালী ক্যামেরা এবং বড় ডিসপ্লে পাবেন। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই ফোনে লিমিটেড সময়ের জন্য অফার দেওয়া হচ্ছে। আর সেই সেলে MRP-র থেকেও কম দামে Redmi A1+ কেনা যাবে। উল্লেখযোগ্য বিষয় হল, এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাবেন। পুরানো ফোনের বিনিময়ে কিনলে বাম্পার ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে সেটি আপনার পুরনো ফোনের মডেল ও অবস্থার উপর নির্ভর করছে।
Redmi A1+ ফোনের 2GB RAM এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে ৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে ৩০% ডিসকাউন্টের পরে দাম দাঁড়াচ্ছে ৬,৯৯৯ টাকা। তবে এখানেই শেষ নয়। Flipkart Axis Bank Card থেকে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। HDFC ব্যাঙ্ক এবং SBI ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলে অতিরিক্ত ৭০০ টাকা ছাড় পাওয়া যাবে।
ব্যাঙ্ক অফারের মাধ্যমে ফোনের দাম কমে মাত্র ৬,২৯৯ টাকায় নেমে আসবে। তবে আরও ১,০০০ টাকা বেশি দাম দিলে এর 3GB RAM ভেরিয়েন্টটি পেয়ে যাবেন।
Redmi A1+ এর স্পেসিফিকেশন
রেডমি স্মার্টফোনের পিছনের প্যানেলে লেদার-টেক্সচার্ড ডিজাইন রয়েছে। সেই কারণে হাত থেকে ফস্কে যাওয়ার সম্ভাবনা কম। ৬.৫২-ইঞ্চি HD+ স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ডিসপ্লে রয়েছে। 400nits-এর সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন। ভাল পারফরম্যান্সের জন্য, এতে মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর রয়েছে। 3GB পর্যন্ত RAM এবং 32GB স্টোরেজ অপশন রয়েছে। একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করলেই স্টোরেজ বাড়িয়ে নেওয়া যেতে পারে।
ক্যামেরা সেটআপ কাজ চালানোর মতো। খুব আহামরি কিছু এই দামে আশা না করাই ভাল। পিছনের প্যানেলে 8MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ক্যামেরা রয়েছে এই ফোনে। Android 12 Go অপারেটিং সিস্টেম রয়েছে। হালকা সফ্টওয়্যার হওয়ায় ভালই পারফরম্যান্স পাবেন। শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ পাবেন। রয়েছে 5000mAh ব্যাটারি। 10W চার্জিং সাপোর্ট রয়েছে। লক স্ক্রিন সিকিউরিটির জন্য ফোনের পিছনের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবেন। আরও পড়ুন: Price change from 1st April-সিগারেট থেকে স্মার্টফোন, পয়লা এপ্রিল থেকে দাম বদলে যাচ্ছে এগুলির
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup