চিনের প্রতিষ্ঠান শাওমির সহযোগী প্রতিষ্ঠান রেডমি ভারতে তাদের 'সি' সিরিজের স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ হিসেবে রেডমি ১৩সি এবং রেডমি ১৩সি ৫জি উন্মোচন করেছে।
রেডমি ১৩সি ১২ ডিসেম্বর থেকে এবং রেডমি ১৩সি ৫জি বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে।
ভ্যারিয়েন্ট এবং দাম
প্রতিটির জন্য তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে: ৪ জিবি র ্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। রেডমি ১৩সি-র দাম শুরু ৭৯৯৯ টাকা থেকে, অন্য দুটি মডেল যথাক্রমে ৮৯৯৯ টাকা এবং ১০,৪৯৯ টাকায় পাওয়া যায়।
রেডমি ১৩সি ৫জি-র দাম যথাক্রমে ৯৯৯৯ টাকা, ১১,৪৯৯ টাকা এবং ১৩,৪৯৯ টাকা।
লঞ্চ অফার
এগুলো কেনা যাবে Mi.com, শাওমি রিটেইল এবং অ্যামাজনের মাধ্যমে। আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ডে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় দেওয়া হবে।
Redmi 13C: স্পেসিফিকেশন
এতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে যার রেজোলিউশন ৬০০*৭২০ পিক্সেল, ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০ নিট পিক ব্রাইটনেস। এটিতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি ৪৫ চিপসেট ও গ্রাফিক্সের জন্য মালি জি -৫৭ এমপি ২ জিপিইউ।
সেলফি এবং ভিডিয়ো কলের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে আছে ৫০ এমপি প্রাইমারি সেন্সর, একটি ২ এমপি ম্যাক্রো লেন্স এবং একটি ২ এমপি লেন্স রয়েছে। এদিকে, ব্যাটারিটি ১৮ ওয়াট চার্জার ব্যবহার করে চার্জ করা হয়।
Redmi 13C 5G: স্পেসিফিকেশন
এটিতে আছে সেই ৬.৭৪-ইঞ্চি এইচডি + ডিসপ্লে রয়েছে যদিও উচ্চতর ৬০০ নিট পিক ব্রাইটনেস সহ। প্রসেসরের জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+এসওসি; মালি-জি ৫৭ এম ২ জিপিইউ গ্রাফিক্স-নিবিড় কাজগুলি পরিচালনা করে। ডিভাইসটি তিনটি রঙে পাওয়া যায়: স্টার্টরেল ব্ল্যাক, স্টার্টরেল গ্রিন এবং স্টার্টরেল সিলভার।