বাংলা নিউজ > টেকটক > Redmi-র নতুন ফোনে ২০০ MP ক্যামেরা! ফুল চার্জ মাত্র ৯ মিনিটে

Redmi-র নতুন ফোনে ২০০ MP ক্যামেরা! ফুল চার্জ মাত্র ৯ মিনিটে

ফাইল ছবি: রেডমি (Redmi)

Redmi Smartphone with 200mp Camera: মাত্র ৯ মিনিটেই ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। তবে এখানেই চমকের শেষ নয়। ফোনগুলিতে ২০০MP পর্যন্ত রেজোলিউশনের প্রাইমারি ক্যামেরা রয়েছে।

Redmi Smartphone with 200mp Camera: নতুন নোট 12 সিরিজের মাধ্যমে Redmi তাদের লাইন আপ আপগ্রেড করছে। Redmi Note 12, Note 12 Pro, এবং Note 12 Pro+-এর মাধ্যমে ফের চমক সংস্থার। এই মডেলগুলির পাশাপাশি Redmi Note 12 Trend Edition এবং Redmi Note 12 Pro Explorer Edition-ও রিলিজ করা হয়েছে। লাইভ হিন্দুস্তানের একটি প্রতিবেদন অনুসারে, স্মার্টফোনটিতে অভাবনীয় ফাস্ট চার্জিং রয়েছে। এর মাধ্যমে মাত্র ৯ মিনিটেই ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। তবে এখানেই চমকের শেষ নয়। ফোনগুলিতে ২০০MP পর্যন্ত রেজোলিউশনের প্রাইমারি ক্যামেরা রয়েছে।

চিনে নতুন এই সিরিজ সবেমাত্র রিলিজ করেছে। সেখানে, Redmi Note 12-এর দাম শুরু হচ্ছে ১,১৯৯ Yuan (প্রায় ১৩,৬০০ টাকা) থেকে। অন্যদিকে Note 12 Pro-এর দাম শুরু হচ্ছে ১,৬৯৯ Yuan (প্রায় ১৯,৩০০ টাকা) থেকে। Redmi Note 12 Pro Plus-এর দাম শুরু হচ্ছে ২,০৯৯ Yuan (প্রায় ২৩,০০০ টাকা) থেকে। Redmi Note 12 Pro Explorer এবং Trend Edition দুটিতেই ৮ GB RAM এবং ২৫৬ GB ইন্টারনাল স্টোরেজ অপশন পাবেন। দাম যথাক্রমে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৫০০ টাকা) এবং ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৫০০)। আরও পড়ুন: Smartphones under rs 17000 : দীপাবলিতে মাঝারি বাজেটের সেরা ৫টি ফোন

Redmi Note 12 Pro-এর ফিচার্স এবং স্পেসিফিকেশন

রেডমির এই স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED স্ক্রিন পাবেন। রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল। রিফ্রেশ রেট ১২০ Hz। টাচ স্যাম্পলিং রেট ২৪০ Hz। এছাড়াও HDR10+ সাপোর্ট করে। রেডমির এই ডিভাইসে ২৫৬ GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ এবং ১২ GB পর্যন্ত LPDDR4x র‍্যাম পাবেন। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেট রয়েছে। স্মার্টফোনের পিছনে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফির জন্য, Redmi Note 12 Pro-তে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। ৫,০০০ mAh ব্যাটারি। তাতে আবার ৬৭W ফাস্ট চার্জ সাপোর্ট রয়েছে।

Redmi Note 12 Pro+-এর ফিচার্স এবং স্পেসিফিকেশন

রেডমির এই স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED স্ক্রিন পাবেন। রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল। রিফ্রেশ রেট ১২০ Hz। টাচ স্যাম্পলিং রেট ২৪০ Hz। এছাড়াও HDR10+ সাপোর্ট করে। এই ফোনেও MediaTek ডাইমেনসিটি 1080 চিপসেট রয়েছে। ১২ GB পর্যন্ত LPDDR4x RAM রয়েছে। ফটোগ্রাফির এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন। এছাড়াও, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫,০০০ mAh ব্যাটারি। সেই সঙ্গে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: Smartwatch: দুর্গাপুজোয় সেরা ৫টি বাজেট স্মার্টওয়াচ! দাম ১,৬৯৯ টাকা থেকে শুরু

এই লাইন আপের অন্যান্য স্মার্টফোন

Redmi Note 12 Explorer Edition-এ অবিশ্বাস্য ২১০ watt ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। ফোনটিতে ৪,৩০০ mAh ব্যাটারি আছে। সংস্থার দাবি এই প্রযুক্তির মাধ্যমে ফোনের ব্যাটারি মাত্র ৯ মিনিটেই ০ থেকে ১০০% চার্জ হয়ে যাবে।

বন্ধ করুন