বাংলা নিউজ > টেকটক > Redmi Note 10 Pro : 64 MP ক্যামেরা, 6 GB RAM, আজ থেকে বিক্রি শুরু

Redmi Note 10 Pro : 64 MP ক্যামেরা, 6 GB RAM, আজ থেকে বিক্রি শুরু

Redmi Note 10 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশান বেশ ভাল। ছবি : রেডমি (Redmi )

Redmi Note 10-এ রয়েছে 64 MP Sony IMX 582 প্রাইমারি সেন্সর। Sony-র এই ক্যামেরা সেন্সরই এই সেগমেন্টে Redmi Note 10-কে অন্যান্য স্মার্টফোনের থেকে আলাদা করেছে।

বুধবার বাজারে আসছে Redmi Note 10 Pro । দুপুর ১২টা থেকে Amazon ও Mi.com-এ বিক্রি শুরু নয়া মিড রেঞ্জ স্মার্টফোনের।

চলতি মাসের শুরুতেই Note 10 সিরিজের তিনটি স্মার্টফোন প্রকাশ্যে আনে রেডমি। এর মধ্যে Redmi Note 10 Pro Max-এ আছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

অন্যদিকে Redmi Note 10-এ রয়েছে 64 MP Sony IMX 582 প্রাইমারি সেন্সর। Sony-র এই ক্যামেরা সেন্সরই এই সেগমেন্টে Redmi Note 10-কে অন্যান্য স্মার্টফোনের থেকে আলাদা করেছে।

এক নজরে দেখে নিন Redmi Note 10-এর স্পেসিফিকেশন :

RAM : 6 GB / 8 GB

Internal Memory : 64 GB / 128 GB

Processor : Qualcomm Snapdragon 732G

ব্যাটারি : 5000 mAh 33 W ফাস্ট চার্জিং

ডিসপ্লে : 6.67-inch FHD+ AMOLED

রিয়ার ক্যামেরা : 64MP প্রাইমারি সেন্সর + 8MP ওয়াইড অ্যাঙ্গেল + 5MP ম্যাক্রো লেন্স

ফ্রন্ট ক্যামেরা : 16 MP

দাম : Redmi Note 10 Pro-র দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে(6GB 64GB)। 

অন্যদিকে এক্ষেত্রে উল্লেখ্য যে Redmi Note 10 Pro-এর সবচেয়ে দামি ভার্সান অর্থাত্ 8GB/128GB-এর ক্ষেত্রে দাম পড়বে ১৮,৯৯৯ টাকা। প্রায় এই একই দামে পেয়ে যাবেন Redmi Note 10 Pro Max-এর 6GB/64GB ভার্সান। এদিকে সেখানে পাবেন 108 MP ক্যামেরা। তাই অতটা টাকা খরচা করলে Redmi Note 10 Pro Max-ও নিতে পারেন।

বন্ধ করুন