বাংলা নিউজ > টেকটক > Redmi Note 10 PRO Max : এত কম দামে 108 MP ক্যামেরা!

Redmi Note 10 PRO Max : এত কম দামে 108 MP ক্যামেরা!

অবশেষে লঞ্চ হল Xiaomi-র নতুন বাজেট স্মার্টফোন Redmi Note 10 PRO Max । স্মার্টফোনটির বিষয়ে বেশি আলোচনার আগে শুরুতেই একটা বিষয় জানিয়ে দিই। 108 মেগাপিক্সেল ক্যামেরা।

আগে হ্যাঁ আপার-মিড বাজেট সেগমেন্ট-এর স্মার্টফোনেও যে এত হাই স্পেসিফিকেশনের ক্যামেরা থাকতে পারে, তা কল্পনাতীত। Redmi Note 10 PRO Max-এ রয়েছে Samsung ISOCELL HM2 108 MP সেন্সর। সুতরাং আপনার যদি আপার-মিড রেঞ্জে সেরা ক্যামেরাসহ স্মার্টফোন চাই, সেক্ষেত্রে এটি চোখ বুজে নিতে পারেন।

Samsung ISOCELL HM2 108 MP সেন্সরের বিষয়ে একটু জেনে নেওয়া যাক। স্যামসুং-এর তৈরী এই ক্যামেরা এই মুহূর্তে বাজারে অন্যতম সেরা স্মার্টফোন ক্যামেরা। সম্প্রতি এই ক্যামেরা ব্যবহার করে ফোন আনার কথা ঘোষণা করেছে রিয়েলমি-ও। Samsung ISOCELL HM2 108 MP সেন্সরের মাধ্যমে পাবেন অসাধারণ পরিষ্কার ছবি। ছবি তোলার সময়ে বা তার পরেও ছবি একটুও ফাটবে না। তাছাড়া একদম কম আলোতেও স্বচ্ছন্দে ছবি তুলতে পারবেন।

এক নজরে দেখে নিন Redmi Note 10 PRO Max-র স্পেসিফিকেশন :

RAM : 6 GB / 8 GB

Internal Memory : 64 GB / 128 GB

Processor : Qualcomm Snapdragon 732G

ব্যাটারি : 5020 mAh 33 W ফাস্ট চার্জিং

ডিসপ্লে : 6.4-inch (1080x2400 পিক্সেল রেজোলিউশন)

রিয়ার ক্যামেরা : Samsung ISOCELL HM2 108MP sensor, 5MP SuperMacro camera

ফ্রন্ট ক্যামেরা : 20 MP (Waterdrop notch)

দাম : Redmi Note 10 PRO Max-র দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে(6GB 64GB)।

বন্ধ করুন