সস্তায় এবং ভালো 5G স্মার্টফোন খুঁজছেন? সেক্ষেত্রে আপনার উইশলিস্টে Redmi Note 11T 5G রাখতে পারেন। আগামী ৩০ নভেম্বর ভারতে লঞ্চ হবে এই নতুন স্মার্টফোন।
গত মাসে Xiaomi চিনের বাজারে Redmi Note 11 সিরিজ লঞ্চ করেছে। লাইনআপে তিনটি মিড-রেঞ্জ স্মার্টফোন রয়েছে। এর মধ্যে রয়েছে নোট 11, নোট 11 প্রো এবং নোট 11 প্রো প্লাস। এতদিন মনে করা হচ্ছিল যে ভারতে নতুন রেডমি নোট আসতে আসতে ২০২২ হয়ে যাবে। তবে নতুন খবর অনুযায়ী, এই মাসেই তা ভারতে এসে যাবে।
এছাড়াও, আসন্ন স্মার্টফোনের কিছু মূল স্পেসিফিকেশন এই মাসের শুরুতে অনলাইনে প্রকাশ করা হয়েছিল। আগের রিপোর্টগুলিতেও দাবি করা হচ্ছে যে Redmi Note 11 5G ভারতে moniker Redmi Note 11T 5G এর সাথে লঞ্চ করা হবে।
ভারতে Redmi Note 11T 5G-র দাম কত হবে?
Moneycontrol সূত্রে খবর, Redmi Note 11T 5G ভারতে ১৬,৯৯৯ টাকা থেকে শুরু হবে। দেশে Redmi নয়া স্মার্টফোনের তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে। বেস মডেলটি 6GB RAM এবং 64GB অনবোর্ড স্টোরেজ-সহ আসবে বলে জানা গিয়েছে। অন্যদিকে 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা এবং 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। সূত্রের খবর, এই নতুন ফোনের সঙ্গে নতুন ইয়ারবাডও লঞ্চ করতে পারে শাওমি।
এক নজরে দেখে নিন স্পেসিফিকেশন:
১. RAM : 6/8 GB
২. Internal Memory : 128/256 GB
৩. Processor : MediaTek Dimensity ৮১০
৪. ব্যাটারি : 5000 mAh (৩৩ w ফাস্ট চার্জিং)
৫. ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি 1080x2400 পিক্সেল
৬. রিয়ার ক্যামেরা : ৫০+৮ MP
৭. ফ্রন্ট ক্যামেরা : ১৬ MP
৮. OS: অ্যান্ড্রয়েড 11 (MIUI 12.5)