দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা। চলছিল কানাঘুষো। বিভিন্ন বিষয় ফাঁস হয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছিল। আর অবশেষে ভারতে রেডমি নোট ১৪ সিরিজের তিনটি স্মার্টফোন আনল শাওমি - রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি, রেডমি নোট ১৪ প্রো ৫জি এবং রেডমি নোট ১৪ ৫জি। তিনটি স্মার্টফোনের দামই মোটামুটি মাঝামাঝি স্তরে রাখা হয়েছে। ২০২৪ সালকে বিদায় জানানোর আগে এবং ২০২৫ সালের শুরুতেই যাঁরা নয়া স্মার্টফোন কিনতে চান, তাঁদের সামনে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে শাওমি। সেই তিনটি স্মার্টফোনের সুযোগ-সুবিধা, বৈশিষ্ট্য, দাম এবং কবে থেকে কেনা যাবে, তা দেখে নিন।
Redmi Note 14 Pro Plus 5G-তে কী কী আছে?
১) ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৬৭ ইঞ্চি। 1.5K OLED ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০Hz। কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৭এস জেন ৩ প্রসেসরে চলবে ফোন। র্যাম হচ্ছে ১২ জিবি। আর ইন্টারনাল স্টোরেজ হল ৫১২ জিবি।
২) তিনটি ক্যামেরা আছে। মেন ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেলের। আলট্রাওয়াইড ১২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। আর সামনের দিকে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৩) ৬,২০০ mAh ব্যাটারি আছে। ৯০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের বন্দোবস্ত আছে। রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি মডেলে ২০টির বেশি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের (কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই) ফিচার্স রয়েছে।
৪) দাম: ২৯,৯৯৯ টাকা থেকে শুরু। আগামী ১৩ ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট এবং শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে সেল শুরু হবে। মিলবে দোকানেও।
Redmi Note 14 Pro 5G-তে কী কী সুযোগ-সুবিধা আছে?
১) স্ক্রিনের দৈর্ঘ্য Redmi Note 14 Pro Plus 5G-র মতোই। ৬.৬৭ ইঞ্চির FHD+ 1.5K AMOLED ডিস্লপে। রিফ্রেশ রেট ১২০Hz। পিক্সেল রেজোলিউশন হল ২৭১২*১২২০। MediaTek Dimensity 7300 Ultra চিপসেট আছে। ৮ জিবি র্যাম আছে। ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি।
২) Redmi Note 14 Pro Plus 5G-র মতোই ট্রিপল ক্যামেরা সেট-আপ আছে। মেন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। সামনের দিকে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
৩) ব্যাটিং ৫৫০০mAh-র। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা মিলবে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ১২টি ফিচার্স আছে।
৪) দাম: রেডমি নোট ১৪ প্রোয়ের দাম পড়বে ২৩,৯৯৯ টাকা। আগামী শুক্রবার থেকে সেল শুরু হবে। ফ্লিপকার্ট, শাওমির অফিসিয়াল ওয়েবসাইট এবং দোকান থেকে কেনা যাবে।
আরও পড়ুন: Find Lost Smartphone: ফোন হারিয়ে গেলে ফিরে পেতে ও অপব্যবহার রুখতে আগেভাগে এই ব্যবস্থা করে রাখুন!
Redmi Note 14 5G-তে কী কী সুবিধা আছে?
১) ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০Hz। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আলট্রা সিস্টেম-অন-চিপ। ৮ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি।
২) স্মার্টফোনে তিনটি ক্যামেরা আছে। মেন ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেলের। সেইসঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর আছে।
৩) ব্যাটারি ৫১১০ mAh। ৪৫ ওয়াটের টার্বোচার্জিং।
৪) দাম: রেডমি নোট ১৪ মডেলের দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। রেডমি নোট ১৪ সিরিজের বাকি দুটি স্মার্টফোনের মতোই শুক্রবার থেকে সেল শুরু হবে। ফ্লিপকার্ট, শাওমির অফিসিয়াল ওয়েবসাইট এবং দোকানে পাওয় যাবে।
আরও পড়ুন: অর্ধেক সময়েই অকারণে স্মার্টফোন ঘাঁটেন ভারতীয়রা, প্রকাশ সমীক্ষায়