পোর্টেবল ডিভাইস হওয়ায়, কোনও তার বসানো, ইনস্টেলশন করার সমস্যাও থাকবে না। এর ফলে খুব অল্প সময়েই দেশের লক্ষ লক্ষ বাড়িতে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিতে পারবে জিও।
1/5কম্পিউটারে কাজ করার জন্য অতি-দ্রুত গতির নেট চাই। এমন পরিস্থিতিতে সবার প্রথম পছন্দ তারযুক্ত ফাইবার ইন্টারনেট সংযোগ। কিন্তু সেই ধারণাই আমূল বদলে দিতে চান মুকেশ আম্বানি। আর সেই ভাবনা থেকেই নতুন JioAirFiber। ছবি- রিলায়েন্স (Reliance)
2/5JioAirFiber-এর একটি সিঙ্গেল ডিভাইস। আর তার সাহায্যেই যেকোনও বাড়ি বা অফিসে দ্রুত গতির ইন্টারনেট চালু হয়ে যাবে। মিলবে অত্যন্ত দ্রুত গতির ওয়াইফাই-ও। ফাইল ছবি- মিন্ট (Reliance)
3/5সবচেয়ে বড় কথা, পোর্টেবল ডিভাইস হওয়ায়, কোনও তার বসানো, ইনস্টেলশন করার সমস্যাও থাকবে না। এর ফলে খুব অল্প সময়েই দেশের লক্ষ লক্ষ বাড়িতে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিতে পারবে জিও। ছবি- রিলায়েন্স (Reliance)
4/5রিলায়েন্সের দাবি, এই জিও এয়ার ফাইবারের মাধ্যমে বিশ্বের সেরা ১০টি ইন্টারনেট-সহ দেশগুলির মধ্যে স্থান করে নেবে জিও এয়ারফাইবার। ছবি- রিলায়েন্স (Reliance)
5/5সোমবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা ছিল। এদিন জিও ৫জি-র রোলআউটের পাশাপাশি এই নয়া চমক দেয় রিলায়েন্স গোষ্ঠী। ছবি- রিলায়েন্স (Reliance)