পরবর্তী আইপিএল মরসুমে আর ডিজনি + হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিম হবে না। কারণ Viacom18 এখন সেই স্বত্ব কিনে নিয়েছে। TV18-এর মাধ্যমে এখন সেগুলি দেখা যাবে। এই Viacom18 আসলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনস্থ। ফলে নিজেদেরই প্ল্যাটফর্মে খেলা স্ট্রিম করতে পারবে রিলায়েন্স।
1/5Reliance Jio Prepaid Plans: রিলায়েন্স জিও-র বেশ কিছু প্রিপেড প্ল্যান বন্ধ করা হচ্ছে। এগুলি মূলত ডিজনি + হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার করত। Jio ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় ধাক্কা বলা যেতে পারে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5৪৯৯, ৬০১, ৭৯৯, ১০৯৯, ৩৩৩, ৪১৯, ৫৮৩, ৭৮৩ এবং ১,১৯৯ টাকার এই প্ল্যানগুলি বেশ জনপ্রিয় ছিল। তবে আপাতত এগুলি বাদ দেওয়া হয়েছে। লাইভ হিন্দুস্তান সূত্রে মিলেছে এই রিপোর্ট। ফাইল ছবি : টুইটার (HT Bangla)
3/5এক্ষেত্রে উল্লেখ্য, পরবর্তী আইপিএল মরসুমে আর ডিজনি + হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিম হবে না। কারণ Viacom18 এখন সেই স্বত্ব কিনে নিয়েছে। TV18-এর মাধ্যমে এখন সেগুলি দেখা যাবে। ফাইল ছবি: রয়টার্স (HT Bangla)
4/5এই Viacom18 আসলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনস্থ। ফলে নিজেদেরই প্ল্যাটফর্মে খেলা স্ট্রিম করতে পারবে রিলায়েন্স। ফাইল ছবি: রয়টার্স (HT Bangla)
5/5তবে Jio-র পোর্টফোলিওতে এখনও দুইটি প্ল্যানে বিনামূল্যে Disney + Hotstar সাবস্ক্রিপশন পাবেন। সেই প্ল্যানগুলি হল ১,৪৯৯ টাকা এবং ৪,১৯৯ টাকার প্ল্যান। তবে সত্যি বলতে, এই বেশি রেঞ্জের প্ল্যানের তুলনায় কম দামের প্ল্যানগুলিই বেশি জনপ্রিয় ছিল। মূলত ফোনে আইপিএল দেখতে অনেকে এগুলি রিচার্জ করতেন। ফাইল ছবি: রয়টার্স (HT Bangla)