Jio-র ১৪ দিন থেকে ৩৬৫ দিনের ভ্যালিডিটির প্ল্যান রয়েছে। অনেক ক্ষেত্রে বাড়িতে ওয়াইফাই থাকায় ফোনে আলাদা করে ডেটার প্রয়োজন হয় না। কিন্তু ফোন কলের জন্য রিচার্জ করতে হয়।
Reliance Jio-এর বিভিন্ন রেঞ্জের অনেক রিচার্জ প্ল্যান রয়েছে। প্রত্যেকের চাহিদা আলাদা। সেগুলির সঙ্গে খাপ খাইয়েই এগুলি সাজানো। তবে কয়েকটি জনপ্রিয় প্ল্যানেই বারবার সকলে রিচার্জ করেন। সেই কারণেই এই প্রতিবেদন। এর থেকেই জানতে পারবেন Jio-র ৫টি আকর্ষণীয় প্ল্যানের বিষয়ে।
Jio-এর ১৪ দিন থেকে ৩৬৫ দিনের ভ্যালিডিটির প্ল্যান রয়েছে। কারও কারও ফোনে একটু বেশি ডেটা লাগে। আবার অনেক ক্ষেত্রে বাড়িতে ওয়াইফাই থাকায় ফোনে আলাদা করে ডেটার প্রয়োজন হয় না। কিন্তু ফোন কলের জন্য রিচার্জ করতে হয়।
Jio-র ৫টি ভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, যাতে প্রায় ৩ মাসের (৮৪ দিন) মেয়াদ পাবেন। এর মধ্যে সবচেয়ে সস্তার প্ল্যানটি ৩২৯ টাকার৷ আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলিতে কী কী সুবিধা পাবেন।
এটি রিলায়েন্স জিওর ভ্যালু প্ল্যান্স-এর অন্তর্গত। ৩২৯ টাকার এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ পাবেন। মোট ৬ জিবি ডেটা পাবেন। যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা থাকছে৷
Jio-এর এই প্ল্যানে মোট ১০০০টি SMS পাঠাতে পারবেন। এছাড়াও, Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।