বাংলা নিউজ > টেকটক > Jio: ২০০ টাকারও কমে ২ মাসের ভ্যালিডিটি, দিনে ২ জিবি ডেটা

Jio: ২০০ টাকারও কমে ২ মাসের ভ্যালিডিটি, দিনে ২ জিবি ডেটা

ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)

এই প্ল্যান বর্তমানে বাই-ওয়ান-গেট-ওয়ান-ফ্রি অফারের আওতাধীন। অর্থাৎ, একবার রিচার্জ সারলেই সমপরিমাণ টাকার আরও একটি রিচার্জ করেছেন বলে ধরবে জিও।

রিলায়েন্স জিওর বেশ কিছু সস্তার প্ল্যান রয়েছে। কিন্তু নির্দিষ্ট কিছু প্ল্যানেই বারবার রিচার্জ করায় সেগুলির বিষয়ে অনেকেই জানেন না। এমনই এক প্ল্যানের বিষয়ে আজ জানতে পারবেন।

২০০ টাকারও কমে ২ মাসের জন্য দিনে ২ জিবি করে ডেটা। বিশ্বাস হচ্ছে না? আজ্ঞে হ্যাঁ। মাত্র ১৮৫ টাকার এই প্ল্যানেই পাবেন এমন দুর্দান্ত বেনেফিট।

তবে শর্ত একটাই। এই রিচার্জ প্ল্যান শুধুমাত্র JioPhone-এর জন্য।

শুধু তাই নয়। এই প্ল্যান বর্তমানে বাই-ওয়ান-গেট-ওয়ান-ফ্রি অফারের আওতাধীন। অর্থাৎ, একবার রিচার্জ করলেই সমপরিমাণ টাকার আরও একটি রিচার্জ করেছেন বলে ধরবে জিও। অর্থাত্ একটার দামেই ডবল সুবিধা। আসুন জেনে Jio ফোনের এই প্ল্যানের বিষয়ে জেনে নেওয়া যাক..।

Reliance JioPhone-এর ১৮৫ টাকার প্ল্যান :

রিলায়েন্স জিওফোনের ১৮৫ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিন। তবে দ্বিগুণ অফারের আওতায় বর্তমানে ৫৬ দিনের মেয়াদ পাবেন।

ছবি : জিও
ছবি : জিও (Jio)

এই প্ল্যানে প্রতিদিন ২ GB করে ডেটা পাবেন। অর্থাত্, ৫৬ দিনে ব্যবহারকারীরা মোট ১১২ জিবি ডেটা পাবেন।

এছাড়া যে কোনও নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। পাশাপাশি দিনে ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা থাকবে। Jio-র বিভিন্ন অ্যাপস-এর সাবস্ক্রিপশনও এই প্ল্যানে পাবেন।

বন্ধ করুন