বাংলা নিউজ > টেকটক > Jio 5G Rollout: সবার আগে এই ১৩টি শহরে আসছে 5G!

Jio 5G Rollout: সবার আগে এই ১৩টি শহরে আসছে 5G!

Reliance Annual General Meeting: ওয়াকিবহাল মহলের ধারণা, বার্ষিক সাধারণ সভাতেই Jio 5G-এর বিষয়ে ঘোষণা হতে পারে। তার পাশাপাশি Jio-র নতুন 5G স্মার্টফোনের বিষয়েও ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে সংস্থা।