বাংলা নিউজ > টেকটক > খবরের পোর্টালের জন্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে ৮০০ কোটি টাকার চুক্তি করল Google

খবরের পোর্টালের জন্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে ৮০০ কোটি টাকার চুক্তি করল Google

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো ও বড় সংবাদমাধ্যম NYT। তাদের সঙ্গে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে গুগল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০০ কোটি টাকা। এর বিনিময়ে ৩ বছরের জন্য নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটকে ব্যবহারের অধিকার পাবে গুগল।

এই যে অনলাইনে আপনি এই খবরটি পড়ছেন, এতে অনলাইন প্রকাশকের লাভ কী? খবরের ওয়েবসাইটে পেজভিউ, অর্থাত্ যত বেশি খবর পড়া হয়, তার প্রেক্ষিতে আয় হয় প্রকাশক সংস্থার। কোনও প্রতিবেদন পড়ার মাঝে দেখবেন বিভিন্ন বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সেগুলি সাধারণত গুগল অ্যাডসেন্স থেকে বসানো হয়। এই বিজ্ঞাপন বসানোর জন্য গুগল ওয়েবসাইট মালিককে টাকা দেয়। কোনও খবর যত বেশিবার খোলা হয়, তত বেশি আয় হয় প্রকাশকের। আরও পড়ুন: আমেরিকায় গিয়ে ৫০০%, UAE-তে গিয়ে ৩০০ শতাংশ আয় বেড়েছে শ্রমজীবী ভারতীয়দের

কিন্তু এই ব্যবস্থার একটি খারাপ দিক রয়েছে। সেটি হল, বিজ্ঞাপনের রেট ঠিক কত হবে, তা স্থির করার ক্ষমতা সম্পূর্ণভাবে গুগলের হাতেই ন্যস্ত। সংবাদমাধ্যমের সেই দর কষাকষির কোনও জায়গাই নেই। তবে সময়ের সঙ্গে সেই বিষয়টি বদলাচ্ছে। নিউজিল্যান্ডের মতো বিভিন্ন দেশে সংবাদমাধ্যমের সঙ্গে গুগলকে সরাসরি চুক্তিতে আসতে হচ্ছে। এর ফলে এক বা একাধিক বছরের জন্য আগে থেকেই গুগলকে সংবাদমাধ্যমকে এককালীন টাকা দেওয়ার চুক্তি করে রাখতে হবে। এর বিনিময়ে গুগল তাদের Google News, Google Discover-এ সেই ওয়েবসাইটের খবর দেখাতে পারবে।

এবার সেই একই ধরনের চুক্তিতে আবদ্ধ হল নিউ ইয়র্ক টাইমস। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো ও বড় সংবাদমাধ্যম NYT। তাদের সঙ্গে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে গুগল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০০ কোটি টাকা। এর বিনিময়ে ৩ বছরের জন্য নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটকে ব্যবহারের অধিকার পাবে গুগল।

চলতি বছরের শুরুতেই Google-এর সঙ্গে এই চুক্তির ঘোষণা করেছিল নিউ ইয়র্ক টাইমস। এক লম্বা চুক্তির অংশ এটি। এর মধ্যে কনটেন্ট বিতরণ এবং সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত। সেই সঙ্গে অ্যাডও চালাতে পারবে গুগল।

এই চুক্তির মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের আয় সুনিশ্চিত হবে। বিজ্ঞাপন-বাজারের মন্দার প্রভাব কাটানো যাবে। তবে নিউ ইয়র্ক টাইমসের অবস্থা যে খুব খারাপ, এমনটা ভাবারও কোনও কারণ নেই। গত বছর প্রায় ২.৩১ বিলিয়ন মার্কিন ডলার(১৬ হাজার কোটি টাকারও বেশি) আয় করেছে NYT। এক বছর আগের তুলনায় যা প্রায় ১১% বেশি।

গত বছর ফেসবুক নিউজ ট্যাবে কনটেন্টের রিচ বন্ধ করে দেয়। চুক্তি পুনর্নবীকরণ করা হবে না বলে জানিয়েছিল ফেসবুক। তার আগে ফেসবুকের থেকে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলারের রেভেনিউ পেয়েছিল নিউ ইয়র্ক টাইমস।

ভারতেও প্রথম সারির সংবাদ ওয়েবসাইটগুলির সঙ্গে Google-এর এমন চুক্তি হতে পারে। গত এক বছর ধরেই এই নিয়ে জল্পনা চলছে। নিউ ইয়র্ক টাইমসের চুক্তির এই সাফল্যে বিশ্বজুড়ে অনলাইন খবর প্রকাশকদের মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, আগামিদিনে এটি নিউজ পোর্টালগুলির সঙ্গে গুগলের চুক্তির ক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করতে পারে। এর ফলে সংবাদমাধ্যমের ভবিষ্যত আরও সুনিশ্চিত করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। আরও পড়ুন: দেশের ৩০টি সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি Google-র, চালু হচ্ছে News Showcase

বন্ধ করুন