হোয়াটসঅ্যাপে নয়া ফিচারের ঢল নেমেছে। সেই তালিকায় যোগ হল আরও একটি নতুন সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিয়ো কলের সময় সহজেই তাঁদের স্ক্রিন শেয়ার করতে পারবেন। WABetaInfo-র এক রিপোর্ট অনুসারে, যে সমস্ত ব্যবহারকারী Android 2.23.11.19 আপডেট ইনস্টল করেবেন, তাদের কাছে এই ফিচার এসে যানে।
WhatsApp জানিয়েছে নয়া এই ফিচারের কারণে ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে। আরও পড়ুন: WhatsApp Edit Option: WhatsApp-এ মেসেজ পাঠানোর পরও করা যাবে ‘Edit’, কতক্ষণ সুযোগ মিলবে?
Meta অধীনস্থ এই মেসেজিং প্ল্যাটফর্মে সম্প্রতি মেসেজ এডিটিং করার অপশনও দেওয়া হয়েছে। এই আপডেট বর্তমানে বিশ্বজুড়ে রোল আউট করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
এতে কী লাভ হবে?
এর ফলে গুগল মিট বা Zoom কলের মতোই আপনি বন্ধু, সহকর্মীদের সঙ্গে ভিডিয়ো কলের সময়ে আপনার ডিভাইসের স্ক্রিন শেয়ার করতে পারবেন। এর ফলে কোনও বিষয়ে দেখানো, বোঝানো অনেক সহজ হবে।
ধীরে ধীরে ভিডিয়ো মিটিং প্ল্যাটফর্মের স্থানই দখল করতে চাইছে হোয়াটসঅ্যাপ। তাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকে এটুকু স্পষ্ট।
WhatsApp-এ কীভাবে স্ক্রিন শেয়ার করবেন?
অ্যাপ আপডেট করার পর, ব্যবহারকারীরা ভিডিয়ো কলের সময় কল কন্ট্রোল ভিউতে একটি নতুন আইকন দেখতে পাবেন। সেখান থেকে স্ক্রীন শেয়ারের অপশন চুজ করলেই ডিভাইসের ডিসপ্লেতে যা যা দেখা যাচ্ছে, তার সবই ভিডিয়ো কলে যুক্ত অপর প্রান্তের ব্যক্তিরা দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই কনটেন্ট শেয়ারিংয়ের পারমিশন আপনার ডিভাইস থেকেই দিতে হবে।
নয়া এই স্ক্রিন শেয়ারিং ফিচার Android অপারেটিং সিস্টেমের পুরানো ভার্সানে নাও সাপোর্ট করতে পারে। সেই সঙ্গে বড় গ্রুপ কলেও সমস্যা হতে পারে৷ ফলে হোয়াটসঅ্যাপের পুরানো ভার্সান ব্যবহার করলে সেক্ষেত্রে এই ফিচার না-ও মিলতে পারে।
আরও পড়ুন: কোনও WhatsApp গ্রুপে আছেন! তাহলে এই Update-টির বিষয়ে অবশ্যই জেনে রাখুন
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup