গ্রীষ্ম এসে গিয়েছে। গত গ্রীষ্মে কি বেজায় গরমে হাসফাঁস করেছেন? এবার একটা এসি নেওয়ার পরিকল্পনা করছেন? তবে এই খবরটি আপনার জন্য। ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ এয়ার কন্ডিশনারে বড়সড় ছাড় দিচ্ছে। Flipkart গরমকালের আগে 'Flipkart কুলিং ডেজ সেল' শুরু করেছে।
সেলে এসি, ফ্রিজ কুলারের উপর দেওয়া হচ্ছে বিশাল অঙ্কের ডিসকাউন্ট। আপফ্রন্ট ডিসকাউন্ট ছাড়াও, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট ইএমআই লেনদেনে অতিরিক্ত ১০% ছাড় মিলবে। চলুন জেনে নেওয়া যাক, সেলে কোন এসি কত টাকা সস্তা হচ্ছে।
Whirlpool 1.5 টন 5 স্টার স্প্লিট ইনভার্টার এসি
সবচেয়ে বেশি ছাড় দেওয়া হচ্ছে এই AC-তে। ৫১% ডিসকাউন্টে পাবেন এই AC। ছাড়ের ফলে দাম নেমে আসে মাত্র ৩৫,৯০০ টাকায়। আর ফাইভ স্টার রেটিং আছে। অর্থাত্ বিদ্যুত্ সাশ্রয়ও হবে।
Voltas 1.5 টন 3 স্টার স্প্লিট ইনভার্টার এসি
ফ্লিপকার্টের সেলে, এই এসিটি ৪৬% ছাড়ে কিনতে পারবেন। ডিসকাউন্টের পর, এসির দাম দাঁড়াবে ৩২,৯৯৯ টাকা। এর পাশাপাশি ১ বছরের ওয়ারেন্টি এবং ৫ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন। এসিতে অটো রিস্টার্ট এবং স্লিপ মোড রয়েছে।
ONIDA 1 টন 3 স্টার স্প্লিট ইনভার্টার এসি
এই AC-টি Flipkart-এ ৪২% ডিস্কাউন্টে মাত্র ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে 3 স্টার BEE রেটিং 2021 আছে।
ফলে আর চিন্তা কিসের! সস্তায় কিনে নিন আপনার পছন্দের এসি। অবশ্য চাইলে ভাড়া নেওয়ারও উপার রয়েছে। কীভাবে? জানতে ক্লিক করুন এই লিঙ্কে।