Samsung-এর একটা ফ্যান বেস রয়েছে। বাজারভর্তি চিনা স্মার্টফোনের ভিড়ে এখনও অনেকেই স্যামসাং-কে ভরসা করেন। আর সেই Samsung Galaxy F23 5G স্মার্টফোনেই এখন ভাল ডিসকাউন্ট পাওয়ার সুযোগ।
Flipkart এবং Amazon-এ এখন সেল নেই। তবে তাতে কী! এখনও সস্তায় স্যামসাংয়ের ফোন কেনার সুযোগ রয়েছে। Samsung মার্চে তাদের মিড-রেঞ্জের 5G স্মার্টফোন Samsung Galaxy F23 5G লঞ্চ করেছিল। ফোনটি Flipkart-এ ভাল ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফোনটিতে ১২০ Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, ৫,০০০ mAh ব্যাটারি এবং ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার মতো ফিচার রয়েছে।
এই একই দামের রেঞ্জে Redmi Note 11T 5G, iQoo Z3, এবং Realme 9 Pro 5G-এর মতো স্মার্টফোন পেয়ে যাবেন।
দেখে নেওয়া যাক Samsung Galaxy F23 5G-র Specifications :
১. RAM : ৪/৬ GB, সঙ্গে ৬ GB ভার্চুয়াল RAM
২. Internal Memory : 128 GB
৩. Processor : Qualcomm Snapdragon 750G SoC
৪. ব্যাটারি : 5000 mAh (২৫ w ফাস্ট চার্জিং)
৫. ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ইনফিনিটি ইউ
৬. রিয়ার ক্যামেরা : ৫০+৮+২ MP (ISPCELL প্রযুক্তিসহ, অর্থাত্ কম আলোতেও দুর্দান্ত ছবি)
৭. ফ্রন্ট ক্যামেরা : ৮ MP
৮. অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 12 (One UI 4.1)
Samsung Galaxy F23 5G-র দাম :
Samsung Galaxy F23-র দুটি স্টোরেজ ভেরিয়েন্ট আছে - 4GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ। লঞ্চের সময়, বেস ভেরিয়েন্টের দাম ছিল ১৭,৪৯৯ টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম ছিল ১৮,৪৯৯ টাকা। তবে বর্তমানে দুটিই Flipkart-এ ১৩,৯৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকায় পাবেন। অর্থাৎ মোট ৩,৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ICICI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং SBI ক্রেডিট কার্ডে ১০% ইনস্ট্যান্ট ছাড় রয়েছে।
4GB + 128GB মডেল : ১৩,৯৯৯ টাকা
6GB + 128GB মডেল : ১৪,৯৯৯ টাকা