মঙ্গলবার Samsung Galaxy F23 5G স্মার্টফোন লঞ্চ হল ভারতে। Samsung-এর এই ফোনটি Galaxy F22-র উত্তরসূরি। নতুন ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। অক্টা-কোর Qualcomm Snapdragon 750G SoC দ্বারা চালিত। তাছাড়া ফাস্ট চার্জিংয়ের মত অপশনও রয়েছে। তবে এই ফোনের ৬ জিবি ভার্চুয়াল RAM-ই এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার। এর মাধ্যমে ৬+৬ জিবি পেয়ে যাবেন। তাই কোনও গেমই চালাতে সমস্যা নেই। তাছাড়া ভয়েস ফোকাসের মতো ইউনিক ফিচারও যোগ করেছে স্যামসাং।
Samsung-এর একটা ফ্যান বেস রয়েছে। বাজারভর্তি চিনা স্মার্টফোনের ভিড়ে এখনও অনেকেই স্যামসাং-কে ভরসা করেন। আর সত্যি বলতে মিড-টু আপার-মিড রেঞ্জে স্যামসাংয়ের পারফরম্যান্স মন্দ নয়। হ্যাঁ, খাতায় কলমে হয় তো চিনা স্মার্টফোনগুলির থেকে ফিচার্সে পিছিয়ে। কিন্তু স্যামসাংয়ের একটা আলাদা কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আর সেই কারণেই এদিকে ঝোঁকেন ক্রেতারা।
Samsung Galaxy F23 5G স্মার্টফোনটি ফিচার্সের দিক দিয়ে বেশ আশাব্যাঞ্জক। নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে, Samsung Galaxy F23 5G Redmi Note 11T 5G, iQoo Z3, এবং Realme 9 Pro 5G-এর সঙ্গে এক তালিকায় রেখে তুলনা করে দেখতে পারেন।
দেখে নেওয়া যাক Samsung Galaxy F23 5G-র Specifications :
১. RAM : ৪/৬ GB, সঙ্গে ৬ GB ভার্চুয়াল RAM
২. Internal Memory : 128 GB
৩. Processor : Qualcomm Snapdragon 750G SoC
৪. ব্যাটারি : 5000 mAh (২৫ w ফাস্ট চার্জিং)
৫. ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ইনফিনিটি ইউ
৬. রিয়ার ক্যামেরা : ৫০+৮+২ MP (ISPCELL প্রযুক্তিসহ, অর্থাত্ কম আলোতেও দুর্দান্ত ছবি)
৭. ফ্রন্ট ক্যামেরা : ৮ MP
৮. অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 12 (One UI 4.1)
Samsung Galaxy F23 5G-র দাম :
মঙ্গলবার Samsung Galaxy F23 5G স্মার্টফোন লঞ্চ হল ভারতে। Samsung-এর এই ফোনটি Galaxy F22-র উত্তরসূরি। নতুন ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। অক্টা-কোর Qualcomm Snapdragon 750G SoC দ্বারা চালিত। তাছাড়া ফাস্ট চার্জিংয়ের মত অপশনও রয়েছে। তবে এই ফোনের ৬ জিবি ভার্চুয়াল RAM-ই এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার। এর মাধ্যমে ৬+৬ জিবি পেয়ে যাবেন। তাই কোনও গেমই চালাতে সমস্যা নেই।
Samsung-এর একটা ফ্যান বেস রয়েছে। বাজারভর্তি চিনা স্মার্টফোনের ভিড়ে এখনও অনেকেই স্যামসাং-কে ভরসা করেন। আর সত্যি বলতে মিড-টু আপার-মিড রেঞ্জে স্যামসাংয়ের পারফরম্যান্স মন্দ নয়। হ্যাঁ, খাতায় কলমে হয় তো চিনা স্মার্টফোনগুলির থেকে ফিচার্সে পিছিয়ে। কিন্তু স্যামসাংয়ের একটা আলাদা কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আর সেই কারণেই এদিকে ঝোঁকেন ক্রেতারা।
Samsung Galaxy F23 5G স্মার্টফোনটি ফিচার্সের দিক দিয়ে বেশ আশাব্যাঞ্জক। নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে, Samsung Galaxy F23 5G Redmi Note 11T 5G, iQoo Z3, এবং Realme 9 Pro 5G-এর সঙ্গে এক তালিকায় রেখে তুলনা করে দেখতে পারেন।
দেখে নেওয়া যাক Samsung Galaxy F23 5G-র Specifications :
১. RAM : ৪/৬ GB, সঙ্গে ৬ GB ভার্চুয়াল RAM
২. Internal Memory : 128 GB
৩. Processor : Qualcomm Snapdragon 750G SoC
৪. ব্যাটারি : 5000 mAh (২৫ w ফাস্ট চার্জিং)
৫. ডিসপ্লে : ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ইনফিনিটি ইউ
৬. রিয়ার ক্যামেরা : ৫০+৮+২ MP (ISPCELL প্রযুক্তিসহ, অর্থাত্ কম আলোতেও দুর্দান্ত ছবি)
৭. ফ্রন্ট ক্যামেরা : ৮ MP
৮. অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 12 (One UI 4.1)
Samsung Galaxy F23 5G-র দাম :
|#+|
4GB + 128GB মডেল : ১৫,৯৯৯ টাকা
6GB + 128GB মডেল : ১৬,৯৯৯ টাকা
উল্লেখ্য, এগুলি ইন্ট্রোডাক্টরি প্রাইস। নির্দিষ্ট সময়ের পর দাম বেড়ে যাবে। তখন কত হবে?
4GB + 128GB মডেল : ১৭,৪৯৯ টাকা
6GB + 128GB মডেল : ১৮,৪৯৯ টাকা
Flipkart, Samsung.com-এ আগামী ১৬ মার্চ দুপুর ১২টা থেকে Samsung Galaxy F23 5G-র বিক্রি শুরু হবে।