বাংলা নিউজ > টেকটক > ২৮.৫ শতাংশ কমে গেল Samsung Galaxy-এর এই স্মার্টফোন, কীভাবে পাবেন এক্ষুণি দেখুন

২৮.৫ শতাংশ কমে গেল Samsung Galaxy-এর এই স্মার্টফোন, কীভাবে পাবেন এক্ষুণি দেখুন

Samsung Galaxy Note 20-এর দাম কমিয়ে দিল স্যামস্যাং। (ছবি সৌজন্য ফেসবুক)

মোবাইলপ্রেমীদের জন্য সুখবর।

মোবাইলপ্রেমীদের জন্য সুখবর। একধাক্কায় নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy Note 20-এর দাম কমিয়ে দিল স্যামস্যাং। ৯১মোবাইলসের প্রতিবেদন অনুযায়ী, সেই ফোনের দাম ২২,০০০ টাকা কমে দিয়েছে। তার ফলে ফোনের দাম ৫০,০০০ টাকার ঘরে চলে এসেছে।

এমনিতে Samsung Galaxy Note 20-এর দাম ৭৬,৯৯৯ টাকা। ওই প্রতিবেদন অনুযায়ী, এবার সেই ফোন অনলাইনে ৫৪,৯৯৯ টাকা পাওয়া যাবে। অফলাইনে দক্ষিণ কোরিয়ার সংস্থার সেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে খরচ পড়বে ৫৯,৯৯৯ টাকা। অর্থাৎ অনলাইনে কেনার ক্ষেত্রে Samsung Galaxy Note 20-এর দাম ২৮.৫ শতাংশেরও বেশি কমেছে। অফলাইনেও ফোন কিনলে নেহাত কম ছাড় মিলছে না।

‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-এর প্রতিবেদন অনুযায়ী, স্যামস্যাঙের ওয়েবসাইটে ব্রোঞ্জ এবং সবুজ রঙে Samsung Galaxy Note 20 পাওয়া যাচ্ছে (নীল নয়)। নয়া দামে অ্যামাজনে শুধুমাত্র সবুজ রঙের ফোন মিলছে। ফ্লিপকার্টে বা এবং সবুজ রং - কোনওটাই মিলছে না। তবে ফ্লিপকার্টে নীল রঙের Samsung Galaxy Note 20 পাওয়া যাচ্ছে। সেখানে ৬৬,০০০ টাকা দিয়ে কিনতে হবে স্যামস্যাঙের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। 

Samsung Galaxy Note 20-এর বিশেষত্ব 

Samsung Galaxy Note 20-এর ৮ GB RAM ও ২৫৬ GB স্টোরেজ আছে। সেই স্মার্টফোনের ৬.৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। 2.4GHz octa-core Samsung Exynos 990 processor আছে। ব্যাটারি ক্ষমতা ৪,৩০০mAh। 45W ফাস্ট চার্জিং, 15W ওয়ারলেস চার্জিং এবং 4.5W রিভার্স চার্জিংয়ে সক্ষম। ১২ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল এবং ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

বন্ধ করুন