Samsung Galaxy S20 FE 5G এখন অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে। স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট ও আমাজনে ৩২,৯৯৯ টাকার আশেপাশে এই ফোন পেয়ে যাবেন। এই দাম শুনে একটু বেশি বাজেট ভাবছেন? তাহলে বলে রাখি, ফোনের MRP ৭৫ হাজার টাকা। অর্থাত্, একটু পুরনো হতেই এখন অনেক কম দামে এই প্রিমিয়াম ফোনটি পাওয়া যাচ্ছে। ফলে বেশি দামি আইফোন, ওয়ান প্লাস বা নতুন মডেলের স্যামসাং-এর ফোন নিতে গিয়ে বাজেটে আটকালে এই ফোনটির দিকে নজর রাখতে পারেন।
স্যামসাং-এর ফোনের মূল USP তার ডিসপ্লে। Samsung Galaxy S20 FE 5G-তেও তার অন্যথা হয়নি। 6.5-ইঞ্চি ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। 120Hz রিফ্রেশ রেট এবং 1080 x 2400 (FHD+) রেজোলিউশন। দুর্দান্ত ঝকঝকে ডিসপ্লে। ফলে টুকটাক এডিটিং, হালকা গেমিং ও ভিডিয়ো দেখার জন্য দারুণ।
তাছাড়া স্যামসাংয়ের একটু দামি ফোনে ক্যামেরাও বেশ ভাল হয়। আমাজনে Samsung Galaxy S20 FE 5G-র ক্যামেরার বেশ ভাল ইউজার রিভিউ রয়েছে। এই রেঞ্জে বর্তমানে সেরা ক্যামেরাগুলির মধ্যে এটি অন্যতম। তার পাশাপাশি আপনি চাইলে এই ফোন 'রুট' না করে গুগল ক্যাম সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তাতে ছবির রেন্ডারিং আরও ভাল হয়ে যাবে। পড়ুন: কম দামেই ভাল ক্যামেরা পাবেন এই ১০টি ফোনে
ক্যামেরা স্পেসিফিকেশন: ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 12MP (ডুয়াল পিক্সেল) OIS F1.8 ওয়াইড রিয়ার ক্যামেরা + 8MP OIS টেলি ক্যামেরা + 12MP আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে। এতে 30X স্পেস জুম পাবেন। নাইট মোডও রয়েছে। তবে নাইট মোডে ছবি তোলার সময়ে হালকা গ্রেইন আসতে পারে। একটি স্ট্যান্ড ব্যবহার করলে সেই নয়েজ অনেকটা কমাতে পারবেন। সামনে 32MP F2.2 পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে। তবে এই রেঞ্জে হয় তো আরও কিছুটা ভাল সেলফি রেন্ডারিং হতে পারত।
অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের কারণে হাত কাঁপার ফলে ছবি-ভিডিয়ো কেঁপে যাওয়ার সমস্যা কম হবে।
স্যামসাংয়ের এই ফোনে ৪,৫০০ mAh ব্যাটারি রয়েছে। এই রেঞ্জে অন্তত ৫,০০০ mAh ব্যাটারি হলে ভাল হত। তবে তাতে চিন্তা নেই। ফোনের পাওয়ার ম্যানেজমেন্ট যথেষ্ট ভাল। তাছাড়া সুপার ফাস্ট চার্জিংয়ের অপশনও পেয়ে যাচ্ছেন।
রোজকার রাফ ইউজের ক্ষেত্রেও সমস্যা নেই। Samsung Galaxy S20 FE 5G-এর IP68 রেটিং রয়েছে। ডিসপ্লে গোরিলা গ্লাসের। তবে ব্যাক প্যানেল ফাইবারের। এটি এই ফোনের একটি 'ডাউনসাইড' বলা যেতে পারে। এই দামে আরেকটু প্রিমিয়াম ফিল চান ব্যবহারকারীরা। তবে বেশিরভাগ মানুষই ফোনে ব্যাক কভার পরিয়ে রাখেন। সেক্ষেত্রে এই জায়গাটুকু বিবেচনা করা যেতে পারে।
যুগের চাহিদা মেনে এটি 5G। সত্যি বলতে এখন ফোন কিনলে 5G দেখে কেনাই ভাল।
স্ন্যাপড্রাগন ৮৬৫ অক্টা-কোর প্রসেসর পাবেন স্যামসাং-এর এই ফোনে। অ্যান্ড্রয়েড 11.0 অপারেটিং সিস্টেম।
এক নজরে দেখে নিন Samsung Galaxy S20 FE 5G-র সমস্ত স্পেসিফিকেশন:
১. RAM : 8 GB
২. Internal Memory : 128/256 GB
৩. Processor : স্ন্যাপড্রাগন ৮৬৫ অক্টা-কোর0
৪. ব্যাটারি : ৪,৫০০ mAh
৫. ডিসপ্লে : 6.5-ইঞ্চি
৬. রিয়ার ক্যামেরা : 12MP (ডুয়াল পিক্সেল) OIS F1.8 ওয়াইড রিয়ার ক্যামেরা + 8MP OIS টেলি ক্যামেরা + 12MP আল্ট্রা ওয়াইড
৭. ফ্রন্ট ক্যামেরা : 32 MP
৮. OS: অ্যান্ড্রয়েড 11
স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে Samsung Galaxy S20 FE 5G-র 8 GB+128 GB ভেরিয়েন্ট পাবেন ৩২,৯৯৯ টাকায়। অন্যদিকে Amazon-এর পাবেন ৩২,৯৯০ টাকায়। পড়ুন: 5G Phones under 20k: মাত্র ২০ হাজার টাকার মধ্যেই পাবেন এই ৫টি স্মার্টফোন
দুই সাইটেই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে দাম ২৫ হাজার টাকার আশেপাশে নেমে আসতে পারে। তবে সেটি আপনার বর্তমান ফোনের মডেল এবং তার কন্ডিশনের উপর নির্ভর করছে।