Samsung-এর নতুন টিভি কেনার পরিকল্পনা করছেন? সেক্ষেত্রে বড়সড় সুযোগ রয়েছে। নতুন ডিসকাউন্ট অফারে অনেক সস্তাতেই দুর্দান্ত স্মার্ট টিভি কিনতে পারবেন।
স্যামসাংয়ের বড় স্ক্রিনের টিভি কিনতে চাইলে বড়সড় ছাড় পেতে পারেন। ১৫ হাজার টাকারও কম দামে ৩২ ইঞ্জি স্ক্রিন সাইজের স্যামসাং ওয়ান্ডারটেইনমেন্ট সিরিজের স্মার্ট টিভি কেনার সুযোগ পাবেন। আরও পড়ুন: সাধারণ টিভিই হয়ে যাবে স্মার্ট টিভি! খরচ মাসে ২৫ টাকা
জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Amazon-এর এক স্পেশাল ডিল-এ অনেক সস্তায় স্যামসাং-এর স্মার্ট টিভি কেনার সুযোগ পাবেন। স্যামসাং স্মার্ট টিভিতে ৪০%-এরও বেশি ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর পাশাপাশি ব্যাঙ্কের অফারও পাবেন আলাদা করে। আমাজন থেকে এই টিভি কিনলে সেটি ডেলিভারি তো পাবেনই। সেই সঙ্গে বিনামূল্যে ইনস্টলেশন অফারও পাবেন। গ্রাহকরা চাইলে ওপেন বক্স ডেলিভারিও নিতে পারেন।
বাম্পার ডিসকাউন্টে Samsung TV কেনার সুযোগ
Samsung Wondertainment Smart TV (UA32T4340BKXXL)-র 32 ইঞ্চি স্ক্রিন সাইজের এমনিতে দাম ২২,৯০০ টাকা। Amazon-এ বিশেষ ডিলে ৪১% ছাড়সহ এই টিভি ১৩,৪৯০ টাকায় পাওয়া যাবে।
HDFC ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্ট বা EMI লেনদেনের ক্ষেত্রে ১০% অতিরিক্ত ছাড় পাবেন। একইভাবে, HSBC ব্যাঙ্কের ডেবিট কার্ড ইএমআই পেমেন্টের ক্ষেত্রেও ১০% ছাড় পাবেন।
স্যামসাং স্মার্ট টিভির স্পেসিফিকেশন
স্যামসাং-এর এই বড় স্ক্রিনের টিভিতে 60Hz রিফ্রেশ রেট পাবেন। সেই সঙ্গে একটি ৩২ ইঞ্চি HD রেডি (1366x768) রেজোলিউশনের ডিসপ্লে পাবেন। কানেকটিভিটির জন্য টিভিতে HDMI পোর্ট, USB পোর্ট, বিল্ট-ইন ওয়াইফাই এবং ব্লুটুথ-এর অপশন রয়েছে।
অডিয়োর জন্য টিভিতে মোট 20W আউটপুটের স্পিকার রয়েছে। ডলবি ডিজিটেশন প্লাস সাপোর্ট রয়েছে। স্মার্ট টিভিতে বেশ কিছু OTT অ্যাপ সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: Flipkart TV Days: স্মার্ট টিভিতে মিলছে বড়সড় ছাড়! কতদিন চলবে?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup