গত বছর অ্যাপেল এবং স্যামসাংয়ের বেশ কিছু মডেলে নতুন স্যাটেলাইট প্রযুক্তি যোগ করা হয়। বর্তমানে এই প্রযুক্তি কোয়ালকম এবং মিডিয়াটেকের মতো চিপ নির্মাতা সংস্থাগুলিও কাজে লাগাচ্ছে। কোয়ালকম জানিয়েছে, এর মাধ্যমে তারা মিড এবং হাই-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন স্যাটেলাইট ফিচারের সুবিধা যোগ করতে পারবে। একইভাবে মিডিয়াটেকও মধ্যবিত্তের হাতের নাগালে স্যাটেলাইট সংযোগের এই প্রযুক্তি পৌঁছে দিতে চাইছে।
গত সপ্তাহে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ২০২৩ নামের আন্তর্জাতিক টেক ইভেন্টে এই বিষয়ে অগ্রগতির একটি আভাস পাওয়া গেল। ইভেন্টে অনেক বড় স্মার্টফোন সংস্থাই দেখা গেল, এই ধরনের চিপসেট নির্মাতাদের সঙ্গে পার্টনারশিপে প্রবেশ করেছে। এর ফলে শীঘ্রই তাদের বিভিন্ন স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগের সুবিধা যোগ করা হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছরেই এই ধরনের ফোন বাজারে আসতে শুরু করে দিতে পারে। আরও পড়ুন: Solar LED Light: সস্তায় সৌর বাল্ব! লাগান উঠোন, বারান্দা বা ঘরে, কমবে বিদ্যুত্ বিল
স্যাটেলাইট সংযোগ?
সহজ কথায় এর মানে হল, ইন্টারনেট বা সেলুলার সংযোগ না থাকলেও চলবে। কৃত্রিম উপগ্রহের সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে এবং জরুরি পরিষেবার সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
এতে লাভ কী?
এর ফলে প্রত্যন্ত এলাকায় গিয়ে টাওয়ার নেই বলে বিপাকে পড়তে হবে না। প্রত্যন্ত অঞ্চলে, যেখানে অন্যান্য নেটওয়ার্ক নেই সেখানে এটি সবরকম কাজে লাগতে পারে।
এছাড়াও, কোনও দুর্যোগের পরিস্থিতিতে সেলুলার পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ব্যবহারকারীরা সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হবে না।
কোয়ালকম জানিয়েছে তারা চলতি বছর থেকেই নতুন এই ফিচারের সুবিধা পৌঁছে দেবে ক্রেতাদের হাতে। অর্থাত্, স্যাটেলাইট কানেকশান-সহ ফোন ২০২৩ শেষের আগেই বাজারে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়াতে পারে।
কোন কোন স্মার্টফোনে স্যাটেলাইট ফিচার আসবে?
কোয়ালকম আপাতত যে যে কোম্পানি তাদের পার্টনার, সেই তালিকা শেয়ার করেছে। এই সংস্থাগুলি তাদের স্মার্টফোনে কোয়ালকম চিপসেটের এই স্যাটেলাইট ফিচার ব্যবহার করবে।
তালিকায় Moto, Lenovo-র মালিকানাধীন Motorola, Nothing, Oppo,
Vivo এবং Xiaomi-র মতো নাম রয়েছে। অর্থাত্, এই ব্র্যান্ডের স্মার্টফোনে ২০২৩ সালের শেষ নাগাদ নতুন এই ফিচার্সগুলি এসে যেতে পারে।
প্রাথমিকভাবে এই নতুন স্যাটেলাইট ফাংশন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু বাজারে সীমাবদ্ধ থাকতে পারে। শুধু স্মার্টফোনেই নয়, গাড়িতেও এই ফিচার যোগ করা হতে পারে। এতে প্রত্যন্ত এলাকায় গাড়ির মাধ্যমেই আপদকালীন পরিষেবায় ফোন করতে পারবেন চালকরা। আরও পড়ুন: Jio, Vi ও Airtel-এর সবচেয়ে সস্তার তিন প্ল্যান, জানুন এক নজরে
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup