ইন্ট্রাডে ট্রেডাররা ইক্যুইটি ক্যাশ সেগমেন্টে অ-বিবাহিত ব্যবসায়ীদের চেয়ে বেশি লাভ করেছেন বিবাহিত। বাজার নিয়ন্ত্রক সেবি ২০১৮-১৯, ২০২১-২২ এবং ২০২২-২৩ তিনটি আর্থিক বছর অধ্যয়ন করে এমনটাই জানতে পেরেছে। সেবি দেখেছে যে বিবাহিত ব্যবসায়ীরা অ-বিবাহিত ব্যবসায়ীদের তুলনায় কম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে অবিবাহিত ব্যবসায়ীদের লোকসানের সংখ্যা ছিল ৭৫ শতাংশ, যেখানে বিবাহিত ব্যবসায়ীদের সংখ্যা ছিল ৬৭ শতাংশ।
আরও পড়ুন: (নতুন UPI ব্যবস্থা চালু করল NPCI, পকেটে টাকা পয়সা না নিয়েই ভারতে আসবেন যে কেউ)
পুরুষের তুলনায় নারী ব্যবসায়ীরা বেশি লাভবান
সেবি-এর বিশ্লেষণের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল পুরুষ ও মহিলা ব্যবসায়ীদের মধ্যে তুলনা। সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় নারী ব্যবসায়ীদের মুনাফা বেশি। আসলে, এই বিষয়টি আবার নারী বিনিয়োগকারীদের ব্যবসায়িক দক্ষতার কথা বলে। সমীক্ষায় বলা হয়েছে, তিন বছরে পুরুষ ব্যবসায়ীদের তুলনায় নারী ব্যবসায়ীদের মুনাফা বেশি ছিল। ২০২২-২৩ অর্থবছরে, ১ কোটি টাকার বেশি বার্ষিক ইন্ট্রাডে টার্নওভারের পুরুষ ব্যবসায়ীরা গড় ৩৮,৬৭০ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন, যেখানে মহিলা ব্যবসায়ীদের গড় ক্ষতি হয়েছে ২২,১৫৩ টাকার। মজার তথ্য হল যে ২০২২-২৩ অর্থবছরে ইন্ট্রাডে ট্রেডারদের সংখ্যার দিক থেকে মহিলা ব্যবসায়ীদের অনুপাত ১৬ শতাংশে নেমে এসেছে, যা ২০১৮-১৯ অর্থবছরে ২০ শতাংশ ছিল।
আরও পড়ুন: (Humanoid Robot: রেলওয়ের অফিসে বসে কাজ করবে রোবট, রক্ষণাবেক্ষণের জন্য মানুষের আর প্রয়োজন নেই)
৬০ বছরের বেশি বয়সী ব্যবসায়ীরা সবচেয়ে কম ক্ষতির সম্মুখীন হন
সমীক্ষায়, সেবি এও দেখেছে যে বয়সের সংখ্যা যত কম, ক্ষতির অনুপাত তত বেশি। ২০২২-২৩ অর্থবছরে, ৬০ বছরের বেশি বয়সী ব্যবসায়ীদের লোকসানের সর্বনিম্ন অংশ ছিল ৫৩ শতাংশ, যেখানে ২০ বছরের কম বয়সী ব্যবসায়ীদের লোকসানের সর্বোচ্চ অংশ ছিল ৮১ শতাংশ।
আরও পড়ুন: (চাঁদ থেকে নভোচারীদের লাইভ দেখাবে NASA, প্রথমবার এল এমন প্রযুক্তি)
সেবি-এর একটি সমীক্ষা আরও দেখিয়েছে যে ইক্যুইটি ক্যাশ সেগমেন্টে ১০ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র ইন্ট্রা-ডে ট্রেডার ২০২২-২৩ অর্থবছরে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর সঙ্গে, সমীক্ষায় আরও প্রকাশ করা হয়েছে যে ইক্যুইটি ক্যাশ সেগমেন্টে ইন্ট্রা-ডে ট্রেডিংয়ে অংশগ্রহণকারী ব্যক্তির সংখ্যা ২০২৮-১৯ এর তুলনায় ২০২২-২৩ সালে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।