বাংলা নিউজ > টেকটক > ৩৫ লক্ষ Mobikwik ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে, উঠল অভিযোগ

৩৫ লক্ষ Mobikwik ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে, উঠল অভিযোগ

ফাইল ছবি : মোবিকুইক (MobiKwik)

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ রাজশেখর রাজাহরিয়া সংস্থার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন। তিনি ১১ কোটি ভারতীয়ের তথ্য বিপন্ন বলে অভিযোগ এনে টুইট করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে MobiKwik ।

কাঠগড়ায় ডিজিটাল লেনদেন অ্যাপ MobiKwik । অ্যাপের নির্মাতাদের বিরুদ্ধে উঠেছে ৩৫ লক্ষ ব্যবহারকারীর তথ্য মোটা মুনাফায় বিক্রির অভিযোগ। ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে KYC ডিটেইলস, বাড়ির ঠিকানা, ফোন নম্বর এমনকি আধার কার্ডের তথ্যাবলীও।

ডার্ক ওয়েবে ব্যবহারকারীর তথ্য বিক্রি করছে MobiKwik । গত ফেব্রুয়ারি মাসেই উঠেছিল অভিযোগ। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ রাজশেখর রাজাহরিয়া সংস্থার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন। তিনি ১১ কোটি ভারতীয়ের তথ্য বিপন্ন বলে অভিযোগ এনে টুইট করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে MobiKwik ।

তবে, মার্চের শেষে আবারও মাথা চাড়া দিয়ে উঠল এই ঘটনা। সোমবার ডার্ক ওয়েবের একটি লিঙ্ক অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই লিঙ্কে বহু ব্যক্তির ব্যক্তিগত তথ্যাবলীর তালিকা সাজানো। সেখানে নিজেদের সম্মন্ধে তথ্যাবলী খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন বহু MobiKwik ব্যবহারকারীই।

অনেকে প্রমাণস্বরূপ স্ক্রিনশট নিয়ে পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। মোবিকুইকের বিরুদ্ধে ব্যবহারকারীর তথ্য বিক্রি করার অভিযোগ আনেন তাঁরা। অনেকের মতে ১.৫ বিটকয়েন বা প্রায় ৮৬,০০০ মার্কিন ডলারের বদলে বিক্রির বিজ্ঞাপণ দেওয়া হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬২ লক্ষ টাকা।

যদিও সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছে MobiKwik । সংস্থা টুইটে লেখে, 'একজন প্রচারপ্রেমী স্বঘোষিত সিকিউরিটি রিসার্চার বারবার এধরণের নকল ফাইল বানাচ্ছেন। তাঁরা এভাবে সংস্থার সময় নষ্ট ছাড়া কিছুই করছেন না। সংবাদমাধ্যমেরও সময় নষ্ট করছেন। আমরা ভাল করে পুরো বিষয়টি খতিয়ে দেখেছি। সুরক্ষায় কোনও ফাঁক পাইনি আমরা। আমাদের ব্যবহারকারীদের তথ্য সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে।'

বন্ধ করুন