বাংলা নিউজ > টেকটক > AC Buying Tips: এসি কেনার সময়ে 5 স্টার রেটিং নেবেন? নাকি 3 স্টারই যথেষ্ট? কোনটায় পয়সা বাঁচবে?

AC Buying Tips: এসি কেনার সময়ে 5 স্টার রেটিং নেবেন? নাকি 3 স্টারই যথেষ্ট? কোনটায় পয়সা বাঁচবে?

ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

AC কেনা শুধুমাত্র এককালীন বিনিয়োগ নয়। তেমনটাই যদি হত, সবাই-ই এসি কিনতে পারতেন। এখন একটি ভাল স্মার্টফোনের প্রায় সমান দামেই ভাল ব্র্যান্ডের AC পাওয়া যায়। কিন্তু সেই AC-র কারণে বিপুল পরিমাণে বিদ্যুতের বিলের ভয় পান আমজনতা।

তাপমাত্রা বাড়ছে। পাল্লা দিয়ে বিদ্যুতের বিল বাড়ছে। এখনও অনেকে AC কেনার আগে মোটা বিদ্যুতের বিলের কথা ভাবেন। AC লাগিয়ে ফেললেও বিদ্যুতের বিলের ভয়ে বেশি চালান না।

আসলে একটি AC কেনা শুধুমাত্র এককালীন বিনিয়োগ নয়। তেমনটাই যদি হত, সবাই-ই এসি কিনতে পারতেন। এখন একটি ভাল স্মার্টফোনের প্রায় সমান দামেই ভাল ব্র্যান্ডের AC পাওয়া যায়। কিন্তু সেই AC-র কারণে বিপুল পরিমাণে বিদ্যুতের বিলের ভয় পান আমজনতা। আরও পড়ুন: নাচে মশগুল লোকেদের শরীরের উত্তাপ দিয়ে বিদ্যুৎ তৈরির চেষ্টা ক্লাবের! চলতে পারে AC

স্টার রেটিং দেখে কিনুন: স্টার রেটিং সিস্টেমের মাধ্যমে কোনও বৈদ্যুতিক যন্ত্রের শক্তি কাজে লাগানোর দক্ষতার পরিমাপ করা হয়। স্টারের সংখ্যা যত বেশি, সেই যন্ত্র তত বেশি দক্ষ। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) ইন্ডিয়া সেই অনুযায়ী 1 থেকে 5 স্টার রেঞ্জ সহ স্টার রেটিং সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমের মাধ্যমে ক্রেতারা সহজেই কোনও যন্ত্রের শক্তি দক্ষতা বুঝতে পারবেন।

AC-র ক্ষেত্রে সাধারণত 3 স্টার ও 5 স্টার রেটিংয়ের অপশন থাকে। সেক্ষেত্রে, 5 স্টার এসি-তে সবচেয়ে কম বিদ্যুত্ খরচ হবে। তবে একইভাবে, সেই এসির দামও তুলনামূলকভাবে বেশি হবে। অন্যদিকে এসি কেনার সময়ে 3 স্টার এসি কিনলে, সেক্ষেত্রে খরত অনেকটাই কম হবে। তবে তা বিদ্যুত্ বিলের ক্ষেত্রে 5 স্টার এসির মতো অতটা সাশ্রয়ী হবে না।

ফলে আপনার প্রাথমিক বিনিয়োগের অঙ্ক যদি বেশি হয়, সেক্ষেত্রে 5 স্টার এসি নেওয়াই ভাল। দীর্ঘ মেয়াদে আপনার এসির বিল কম আসবে। বিশেষত আপনি যদি টপ ফ্লোরের ঘরে সেই এসি লাগান, সেক্ষেত্রে গরমের কারণে আপনাকে এমনিতেই বেশি বেশি সময় ধরে এসি চালাতে হবে। দোকান, অফিসের এসির ক্ষেত্রেও তাই 5 স্টার এসি নিলেই লম্বা সময়ে তা আপনার জন্য বেশি সাশ্রয়ী হবে।

আবার যদি এমন কোনও ঘরে এসি লাগান, যেখানে গরম তুলনামূলকভাবে কম, রাতে ঘুমের আগে ২ ঘণ্টা এসি চালিয়ে নিলেই হবে, সেক্ষেত্রে 3 স্টার এসিতেও কাজ চলে যেতে পারে। সেক্ষেত্রে আর বেশি দাম দিয়ে 5 স্টার এসি নেওয়ার প্রয়োজন নেই। আরও পড়ুন: AC Buying Tips: এসি কেনার পরিকল্পনা থাকলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করুন, ঠকে যাবেন না

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন