Smartphones under rs 20000 : ফ্লিপকার্টে বিগ দিওয়... more
Smartphones under rs 20000 : ফ্লিপকার্টে বিগ দিওয়ালি সেল চলছে। চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত সেল চলবে। ফলে স্মার্টফোন কেনার এটি একটি ভাল সুযোগ হতে পারে। আর সেই কারণেই আপনাদের জন্য তৈরি করা হল এই তালিকা। মাত্র ২০ হাজার টাকার মধ্যেই পাবেন এই ৫টি স্মার্টফোন।
1/6Realme 9 5G: স্মার্টফোনটির ৬৪GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। Flipkart Axis Bank কার্ডে পেমেন্ট করলে আরও ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। Realme 9 5G-তে MediaTek 810 প্রসেসর রয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপ (৪৮MP প্রাথমিক সেন্সর) রয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস টেক (Amritanshu / HT Tech)
2/6Redmi Note 11 Pro: ১২৮GB ভেরিয়েন্টের দাম ১৮,৪৮৯ টাকা। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ১,২৫০ টাকার ক্যাশব্যাক অফার পাবেন। ১০৮ MP প্রাইমারি সেন্সর সহ একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস টেক (Amritanshu / HT Tech)
3/6Poco X4 Pro 5G: Poco X Pro 5G-তে ২৯ শতাংশ ছাড় পাবেন। ফ্লিপকার্টে ১৬,৯৯৯ টাকায় পাবেন। Snapdragon 695 5G প্রসেসর পাবেন। ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস টেক (Amritanshu / HT Tech)