শুক্রবার মধ্যরাতে মেক্সিকো উপসাগরে হল স্প্ল্যাশডাউন। চার নভোশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনল স্পেসএক্স।
ক্যাপসুলে তিন মার্কিন এবং একজন জার্মান মহাকাশচারী ছিলেন। স্পেস স্টেশন ছাড়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে টাম্পার কাছে ফ্লোরিডা উপকূলে এসে নামে ক্যাপসুল।
নাসার নভোশ্চরদের মধ্যে ছিলেন রাজা চারি, টম মার্শবার্ন এবং কায়লা ব্যারন। সেই সঙ্গে ছিলেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির ম্যাথিয়াস মাউর। 'আমার ছয় মাসের মিশনের সমাপ্তি হল। কিন্তু আমার মনের মধ্যে মহাকাশ নিয়ে বিস্ময় এখনও যেন বেঁচে আছে,' বলেন ম্যাথিয়াস মাউর।
স্পেসএক্স গত সপ্তাহেই এই ৪ নভোশ্চরের বদলে অন্যদের স্পেস স্টেশনে পৌঁছে দিয়েছে।
নাসার জন্য মহাকাশচারী ফেরির কাজে এখন সিদ্ধহস্ত স্পেসএক্স। বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের কোম্পানি দুই বছরেরও কম সময়ের মধ্যে ২৬ জনকে নভোশ্চরকে মহাকাশে পৌঁছে দিয়েছেন। তবে এঁদের মধ্যে ৮ জন মহাকাশ পর্যটক ছিলেন। অর্থাত্ টাকা দিয়ে 'টিকিট' কেটে বেড়াতে গিয়েছিলেন ৮ ধনকুবের।