১৬ মে ১৯৯৬ থেকে ১ জুন ১৯৯৬ পর্যন্ত, এবং ২২ মে ১৯৯৮... more
১৬ মে ১৯৯৬ থেকে ১ জুন ১৯৯৬ পর্যন্ত, এবং ২২ মে ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত, দুই দফায় ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।১৬ অগস্ট, ২০১৮ সালে দিল্লির এইমস হাসপাতালে দেহত্যাগ করেন। তাঁর স্মৃতিতে প্রতি বছর ২৫ ডিসেম্বর 'সুশাসন দিবস' পালন করে কেন্দ্র।
1/5প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে বড় ঘোষণা। সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ করা হল তাঁর নামে। ভারতীয় জনতা পার্টির (BJP) ঔরঙ্গাবাদ শাখার উদ্যোগে এই নামকরণ। রবিবার ঔরঙ্গাবাদের বিজেপি সভাপতি শিরীষ বোরালকর এই বিষয়ে ঘোষণা করেন। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5 পৃথিবী থেকে সেই তারার দূরত্ব ৩৯২.০১ আলোকবর্ষ। এটি সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। ছবিটি প্রতীকী: নাসা (Twitter)
3/5'14 05 25.3 -60 28 51.9 স্থানাঙ্কের এই নক্ষত্রের নাম ২৫ ডিসেম্বর ২০২২-এ আন্তর্জাতিক মহাকাশ রেজিস্ট্রিতে নতুন করে নামাঙ্কিত হয়েছে। তারার নাম 'অটল বিহারী বাজপেয়ী জি'। রেজিস্ট্রেশন নম্বর CX16408US,' লেখা, ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটে। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5১৬ মে ১৯৯৬ থেকে ১ জুন ১৯৯৬ পর্যন্ত, এবং ২২ মে ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত, দুই দফায় ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।১৬ অগস্ট, ২০১৮ সালে দিল্লির এইমস হাসপাতালে দেহত্যাগ করেন। তাঁর স্মৃতিতে প্রতি বছর ২৫ ডিসেম্বর 'সুশাসন দিবস' পালন করে কেন্দ্র। ফাইল ছবি: পিটিআই (Twitter)
5/5এক্ষেত্রে উল্লেখ্য, এই জাতীয় নামকরণগুলি প্রতীকী। এগুলি অনেকটা উত্সর্গ করার মতো। তবে জ্যোতির্বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে এই নাম ব্যবহৃত হয় না। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)